রাজকুমার রাও-এর 'ভুল চুক মাফ'-এর পাশাপাশি বক্স অফিসে এসে হাজির হয়েছে সুনীল শেট্টি ও সূরজ পাঞ্চোলি অভিনীত 'কেশরী বীর'। ২৩ মে মুক্তি পেয়েছে এই দুটি ছবিই। বহুদিন ধরে এই ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল। জানা যাচ্ছে, এই ছবির বাজেট ছিল প্রায় ৬০ কোটি টাকা। এখন প্রশ্ন, এত টাকা খরচে তৈরি এই ছবি মুক্তির প্রথম দিনে আয় করল কত টাকা?
চলুন দেখে নেওয়া যাক এই ছবির বক্স অফিস কালেকশন। ছবিটি প্রথম দিন বক্স অফিসে পাস করল নাকি ফেল?
'কেশরী বীর'-বক্স অফিস
শনিবার সিনেমাহলে মুক্তি পেয়েছে সুনীল শেট্টি ও সূরজ পাঞ্চোলি অভিনীত ছবি 'কেশরী বীর'। রাজকুমার রাওয়ের 'ভুল চুক মাফ'ও এই একই দিনে মুক্তি পেয়েছে। তাই বলাই বহুল্য এবার এই দুটি ছবির মধ্যে বক্স অফিস টক্কর শুরু হবে। তবে রিপোর্ট বলছে 'কেশরী বীর'-এর ওপেনিং ডে-তে মাত্র ২৫ লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে। ছবির এই আয়ের পরিসংখ্যান সত্যিই হতাশাজনক বলেই মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।। এভাবে চলতে থাকলে এই ছবি বক্স অফিসে চলতি বছরের সবচেয়ে বড় বিপর্যয় বলে তকমা পাবে। তবে আবার অনেকেই মনে করছেন সপ্তাহান্তে এই ছবির আয় অনেকটাই বাড়বে।
Sacnilk-এর তথ্য অনুযায়ী 'কেশরী বীর' যে ২৫ লক্ষ টাকা আয় করেছে , তার মধ্যে হিন্দি ভাষার দর্শকদের থেকে আয় হয়েছে ৬.৬২ শতাংশ। ছবিটি সকালের শো থেকে আয় করেছে ৩.৪২%, বিকেলের শো থেকে আয় করেছে ৭.২৬% শতাংশ, সন্ধ্যের শো থেকে ৫.৯৮% এবং রাতের শো থেকে ৯.৮১ শতাংশ আয় করেছে।
অন্যদিকে এই একই দিনে মুক্তিপ্রাপ্ত ছবি রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বির 'ভুল চুক মাফ' ছবির ওপেনিং ডে-তেই'কেশরী বীর'-কে জোরালো টক্কর দিয়েছে। 'ভুল চুক মাফ' ছবিটির প্রথম দিনের আয় ৬.৭৫ কোটি টাকা। প্রথম দিনে নেহাত মন্দ আয় করেনি ছবিটি। সপ্তাহান্তে এই ছবিক কালেকশন এক লাফে অনেকটাই বাড়বে বলে আশা করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।