২৩ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘ভুল চুক মাফ’। সিনেমা হলে যারা এই সিনেমাটি দেখতে গিয়েছেন, তাদের জন্য ছিল আরও একটি বড় চমক। রাজকুমার রাওয়ের সিনেমা চলাকালীন ফাঁস হয় সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুরের ‘পরম সুন্দরী’ ছবির টিজার।
টিজার প্রসঙ্গে
সিনেমাহলে যে টিজার লিক হয়েছে, সেটি নির্মাতাদের অনুমতি ছাড়াই দেখানো হয়েছে দর্শকদের। তবে টিজার দেখে উচ্ছ্বাসিত ভক্তদের প্রতিক্রিয়া একটি প্রবাদের কথা মনে করিয়ে দেয়, ‘সাপে বর হয়েছে’।
আরও পড়ুন: 'মৃত্যুর মুখে ঠেলে…', হঠাৎ কী নিয়ে এমন পোস্ট করলেন ঝিলম?
আরও পড়ুন: চুল কেটে রেডি! পুরনো লুকে নতুন ছবির শ্যুটিং শুরু কার্তিকের
টিজারে শুরু হতেই সিদ্ধার্থের সুঠাম শরীর এবং জাহ্নবীর হাতপাখা নিয়ে লুক দেখানো হয়েছে। এরপর কেরলের বিভিন্ন দৃশ্য এবং অভিনেতা-অভিনেত্রীর ঘনিষ্ঠ কিছু দৃশ্য দেখানো হয়েছে। বাকিটা খুব দ্রুত দেখিয়ে দেওয়া হয়েছে, যা বোধগম্য হয়নি কারও।
তবে যেটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেই বেশ খুশি ভক্তরা। একজন লিখেছেন, পরম সুন্দরী টিজার দেখে দারুণ লাগলো। অন্য একজন লিখেছেন, নিঃসন্দেহে সিনেমাটির সিনেমাটির গান সকলকে মুগ্ধ করবে। স্মৃতি একজন লিখেছেন, সোনু নিগমের কন্ঠস্বর শুনতে পেয়ে বেশ লাগলো। যদিও অনেকে এই টিজারটি দেখে সিনেমাটিকে চেন্নাই এক্সপ্রেসের সঙ্গেও তুলনা করেছেন।
আরও পড়ুন: অপেক্ষাতেই লুকিয়ে নিঃস্বার্থ ভালোবাসা, এক অন্য প্রেমের গল্পে বলতে আসছে গৃহপ্রবেশ, প্রকাশ্যে এল ঝলক
আরও পড়ুন: রুপোলি পর্দায় আসছে রতন টাটার বায়োপিক, নাম ভূমিকায় দেখা যাবে কাকে?
উল্লেখ্য, ‘দশভি’ খ্যাত তুষার জালোটা পরিচালিত এই সিনেমায় সিদ্ধার্থ এবং জাহ্নবী ছাড়াও রাজীব খান্ডেলওয়াল এবং আকাশ দাহিয়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। দীনেশ বিজান প্রযোজিত এই ছবিটি আগামী ২৫ জুলাই মুক্তি পাবে।