গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের সম্পর্ক নাকি ভাঙনের মুখে। এদিন এও প্রকাশ্যে এসেছে যে তৃতীয় ব্যক্তির আগমনে নাকি বেড়েছে তাঁদের দূরত্ব। আর তার মাঝেই এদিন ইঙ্গিতবহ একাধিক বার্তা শেয়ার করতে দেখা গেল নুসরত জাহানকে।
আরও পড়ুন: জল্পনার অবসান, অগস্টেই আসছে ধূমকেতু! কবে শুভ মুক্তি দেব শুভশ্রীর ছবির?
কী ঘটেছে?
এদিন নুসরত জাহান প্রায় ৩-৪ টি ছবি শেয়ার করেন তাঁর স্টোরিতে যেখানে ইঙ্গিতবহ বার্তা রয়েছে। একটি ছবিতে দেখা যাচ্ছে লেখা রয়েছে, 'যেদিন অন্ধ মানুষটি দেখতে শিখে যায় সেদিন সে প্রথম যে জিনিসটি ছুঁড়ে ফেলে সেটা হল তার হাতের লাঠিটি।' এদিন নুসরত জাহান গীতার একটি শ্লোকও তাঁর স্টোরিতে ভাগ করেন যেখানে স্বাধীনতার কথা বলা রয়েছে। এই পোস্টটিতে লেখা ছিল 'যেটা আপনার হাতে নেই, নিয়ন্ত্রণে নেই সেটার কাছে সমর্পণ করুন। এতে স্বস্তি এবং স্বাধীনতা পাওয়া যায়।'
শুধু এই দুটি নয়, আরও একটি ইঙ্গিতবহ পোস্ট শেয়ার করেন এদিন নুসরত। সেখানে লেখা ছিল, 'সময় নির্ধারণ করবে যে তোমার সঙ্গে জীবনে কার দেখা হবেন তোমার হৃদয় ঠিক করবে যে তুমি কাকে চাও জীবনে। আর তোমার ব্যবহার ঠিক করবে যে কে তোমার জীবনে থাকবে।'



এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সম্প্রতি বড় ছেলে অর্থাৎ প্রথম পক্ষের ছেলেকে নিয়ে থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন যশ। অন্যদিকে মা বাবা, ছেলেকে নিয়ে দার্জিলিং গিয়েছিলেন নুসরত জাহান। তাঁদের বিচ্ছেদ চর্চার মাঝে আলাদা আলাদা ছুটি কাটাতে দেখে সেটা আরও জোড়াল হয়। শোনা যাচ্ছে যশ দাশগুপ্তের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি দূরত্ব বেড়েছে তাঁদের মধ্যে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি কেউই।
আরও পড়ুন: 'অঙ্ক কি কঠিন' মিটস 'ধূমকেতু'! দেবকে কী কী উপহার দিল সৌরভ পালোধীর ছবির খুদেরা?
আরও পড়ুন: অঙ্কুশের পর টলিউডে আর কোনও প্রতিষ্ঠিত নায়ক নেই, দাবি ঐন্দ্রিলার! বললেন, 'আমাদের ইন্ডাস্ট্রিতে...'
কিছুদিন আগে আচমকা লক্ষ্য করা হয় যে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করেছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। সেখান থেকেই সমস্ত চর্চার শুরু হয়। যদিও অভিনেতা এক বিষয়ে জানিয়েছেন যে সবটাই নাকি টেকনিক্যাল গ্লিচ। তাঁরা নিজেরা কিছু করেননি। তবে জল্পনা শুরু হয়েছে যে রিল লাইফের ছবির মতোই বাস্তবে তাঁদের আড়ি হয়েছে।