সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের পয়েন্ট টেবলের টপ-টু-তে তাদের শেষ করা নিয়ে সংশয় তৈরি হল। এতে অবশ্য লাভবান হল পঞ্জাব কিংস। স্বস্তির নিঃশ্বাস ফেলছে গুজরাট টাইটান্সও। আর নিজেদের মতো করে অঙ্কের হিসেব কষে চলেছে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স। এখন যা পরিস্থিতি, তাতে মুম্বইয়ের পয়েন্ট টেবলের প্রথম দুইয়ে শেষ করার সুযোগ কম থাকলেও, ক্রিকেটে কিন্তু যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ!
এদিন হায়দরাবাদের কাছে ৪২ রানে বাজে ভাবে হেরে বসে বেঙ্গালুরু। যার ফলে তারা রানরেটে বড় ধাক্কা খায়। এবং এই হারের ফলে আইপিএল পয়েন্ট টেবলে তারা দুই থেকে নেমে যায় সোজা তিনে। দুইয়ে উঠে আসে পঞ্জাব কিংস। জিটি-র পর আরসিবি হারায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে পঞ্জাব। কিন্তু তাদেরও পরবর্তী ২টি ম্যাচ জিততে হবে। তা না হলে কোনও লাভ নেই।
এদিন আরসিবি জিতলে, গুজরাট টাইটান্স সবচেয়ে বেশি চাপে পড়ত। এখন তারা অনেকটাই চাপ মুক্ত। নিজেদের শেষ ম্যাচ জিতলে, টাইটান্স প্রথম দুইয়ের মধ্যে শেষ করতে পারবে। আরসিবি-কে প্রথম দুই দলের মধ্যে থাকতে হলে নিজেদেরশেষ ম্যাচ জেতার পাশাপাশি, এখন পঞ্জাব এবং গুজরাটের পয়েন্ট নষ্টের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পঞ্জাব যদি তাদের পরবর্তী দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দেয়, তবে তারা শীর্ষে থেকে আইপিএল শেশ করবে। মুম্বই ইন্ডিয়ান্সকে দুইয়ের মধ্যে শেষ করতে হলে, বাকি দলগুলোকে পয়েন্ট নষ্ট করতে হবে। আর নিজেদের শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে জিততে হবে।
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) গুজরাট টাইটান্স- ১৩ ম্যাচে ৯টি জয়, ৪টি হার, ১৮ পয়েন্ট (নেট রানরেট +০.৬০২)
২) পঞ্জাব কিংস- ১২ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.৩৮৯)
৩) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১৩ ম্যাচে ৮টি জয়, ৪টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৭ পয়েন্ট (নেট রানরেট +০.২৫৫)
৪) মুম্বই ইন্ডিয়ান্স- ১৩ ম্যাচে ৮টি জয়, ৫টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +১.২৯২)
৫) দিল্লি ক্যাপিটালস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট -০.০১৯)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১৩ ম্যাচে ৬টি জয়, ৭টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৩৩৭)
৭) কলকাতা নাইট রাইডার্স- ১৩ ম্যাচে ৫টি জয়, ৬টি হার, রেজাল্ট হয়নি ২ ম্যাচে, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৩)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ১৩ ম্যাচে ৫ টি জয়, ৭টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট -০.৭৩৭)
৯) রাজস্থান রয়্যালস- ১৪ ম্যাচে ৪টি জয়, ১০টি হার, ৮ পয়েন্ট (নেট রানরেট -০.৫৪৯)
১০) চেন্নাই সুপার কিংস- ১৩ ম্যাচে ৩টি জয়, ১০টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.০৩০)