বলিউড তারকাদের জীবন প্রায়শই সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের আলোচিত বিষয় হয়ে ওঠে। এমনকী, কাজের পাশাপাশি, তাদের ব্যক্তিগত জীবনও সোশ্যাল মিডিয়ার হট টপিক। আর পান থেকে চুন খসলে ট্রোলিং তো আছেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে, অভিষেক বচ্চনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সোশ্যাল মিডিয়া এবং সবসময় সংবাদের শিরোনামে থাকার পরও, কীভাবে নিজের মনের শান্তি বজায় রাখেন।
ইন্সট্যান্ট বলিউডের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বচ্চন বলেছেন যে নিজের শান্তি বজায় রাখার উপায় হল, দিনের শেষে একটি সুখী এবং সুস্থ পরিবারের কাছে ফিরে যাওয়া। অভিষেক বলেন, ‘যখন আপনি আপনার বাড়িতে যান, সেখানকার পরিবেশ কখনোই কোনো সিনেমার পরিবেশ নয়। আপনি বাড়ি গিয়ে আপনার নিরাপদ স্থানে থাকেন।’
তাঁর স্ত্রী ঐশ্বর্য এবং মা জয়ার সম্পর্কে অভিষেক বলেছেন, ‘এর আগে আমার মা (জয়া বচ্চন), এখন আমার স্ত্রী (ঐশ্বর্য রাই) বাইরের জগতকে ভিতরে আসতে দেয় না। তাঁরা সবসময় বলেন যে, ঘরের ভিতরে যা আছে তা পবিত্র। একবার আপনি বাড়ি পৌঁছে গেলে আপনি আপনার নিরাপদ স্থানে পৌঁছে গিয়েছেন।’
উল্লেখ্য, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রায় বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে, বলা ভালো তাঁদের ডিভোর্সের ভুয়ো খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়শই চর্চা চলে। গত কয়েকমাস ধরে খবর ছড়িয়ে পড়েছিল যে ঐশ্বর্য রায় এবং অভিষেক বচ্চনের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে। বিয়ে ভাঙতে চলেছে। শুধু তাই নয়, তাঁদের মেয়ে আরাধ্যাকেও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়।