কমেডি গোয়েন্দা ছবি একেন বাবু থেকে শুরু করে অন্য ধারার ছবি গৃহপ্রবেশ, এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি দর্শকদের উপহার দিচ্ছে একের পর এক দুর্দান্ত ছবি। তবে সারা বছর সিনেমা না দেখলেও দুর্গাপুজোয় সিনেমা দেখা মাস্ট। দুর্গাপুজোর সঙ্গে সিনেমার যে একটা প্রথম যোগাযোগ রয়েছে, যা অস্বীকার করা যায় না। তাই এই বছর দুর্গাপুজোর সময় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’।
গত ২৭ মে অর্থাৎ রথযাত্রার দিন প্রকাশ্যে আসে ছবির প্রথম পোস্টার। পোস্টারে আবির চট্টোপাধ্যায়কে বন্দুক হাতে দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। আবারও তিনি যে ফিরতে চলেছেন গোয়েন্দা কর্মকর্তা পঙ্কজ সিংহের চরিত্রে, সেটা পোস্টার দেখেই বোঝা যায়।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
রথযাত্রার পর এবার উল্টো রথে প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি চক্রবর্তীর লুক। মিমি শুক্রবার রাতেই জানিয়েছিলেন, উল্টো রথের দিন তিনি একটি বড় চমক দিতে চলেছেন দর্শকদের উদ্দেশ্যে। সেই কথাই রেখে প্রকাশ্যে এলো সংযুক্তা মিত্রের প্রথম ঝলক।
পরনে উর্দি, চোখে দৃঢ় চাহনি, হাতে বন্দুক, সব মিলিয়ে আবারও ছবির পর্দায় ফিরতে চলেছেন অপরাধীদের জম সংযুক্তা ওরফে মিমি। ছবিটির ক্যাপশনে লেখা, অসুর দলে দামামা বাজে, আসছে দেবী যুদ্ধ সাজে। ফিরছে সংযুক্তা মিত্র রক্তবীজ ২ নিয়ে বড় পর্দায়, এই পুজোয়।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
উল্লেখ্য, ২০১৭ সালে উইন্ডোস প্রযোজনা সংস্থার অধীনে পোস্ত ছবিতে অভিনয় করেছিলেন মিমি। ২০২৩ সালে রক্তবীজ ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
এবার পালা দ্বিতীয় পর্বের। যদিও এই মুহূর্তে প্রযোজনা সংস্থার অধীনে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করছেন মিমি। এক কথায় বলা ভালো, উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ হয়ে গিয়েছেন মিমি। আপাতত মিমির হাতে রয়েছে পরপর কাজ তাই কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে।