শুক্রবার মুক্তি পেয়েছে অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’। এই ছবিতে রয়েছেন একাধিক তারকা, তাদের মধ্যে একজন হলেন সারা আলি খান। ছবি মুক্তির দিনে ভাইজির উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্ট করলেন পিসি সাবা পতৌদি।
সাবা ইনস্টাগ্রামে সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানের ছোটবেলার একগুচ্ছ ছবি পোস্ট করেন। ছবিগুলির মধ্যে কোথাও সারা এবং ইব্রাহিমকে পিসির কোলে বসে আদর খেতে দেখা যাচ্ছে, কোথায় আবার দুই ভাই বোনের খুনসুটি মুহূর্ত ফুটে উঠেছে। ছবিগুলির মধ্যে বিভিন্ন বয়সের ছবি রয়েছে সারার, একেবারে ছোট থেকে তরুণী পর্যন্ত।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকেই কেক কাটিং, দুই কৌশিকের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করলেন জয়া
আরও পড়ুন: গলায় পদ্মমালা, মাথায় মুকুট, দেবী লক্ষ্মীর বেশে বাসবদত্তা! কীসের শ্যুটিং সারলেন তিনি?
ছবি পোস্ট করে সাবা লেখেন, ‘যদিও আমি মেট্রোতে ভ্রমণ করি না, তবু আমি অবশ্যই চাইবো তোমার সঙ্গে এই যাত্রায় থাকতে। ছোট থেকে তোমাকে দেখাশোনা করেছি, তোমার বেড়ে ওঠার প্রত্যেক মুহূর্তেই ছিলাম আমি। তোমার বিশাল বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরেছি, যা তোমার থেকেও লম্বা ছিল!’
সাবা আরও লেখেন, ‘তুমি ছোট থেকে তোমার ভাইকে ভালবাসতে। ছোট থেকে তাকে আগলে রাখতে। আজ দেখো, ইগি তোমাকে রক্ষা করার জন্য তৈরি। তোমার জন্য আমি ভীষণ গর্বিত। তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই ভাবেই বড় হও।’
প্রসঙ্গত, সারা আলি খান হলেন সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের বড় সন্তান। এক কথায় বলা ভালো, নবাব পরিবারের প্রথম এবং একমাত্র রাজকন্যা তিনি। ছোট থেকেই তাই পিসিদের ভালোবাসা পেয়েই বড় হয়েছেন সারা আলি খান। আজ তিনি তরুণী, ছোট ভাইদের বুকে আগলে রাখেন সবসময়। দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি সারা একজন ভীষণ ভালো মনের মানুষ।
আরও পড়ুন: গায়ে লেপ্টে ভিজে শাড়ি, বৃষ্টিতে আগুন ধরালেন তন্বী! 'হট...', লিখলেন রাহুল
আরও পড়ুন: নতুন মেজাজে আসছে জি বাংলার 'সা রে গা মা পা'! কবে থেকে শুরু হবে সম্প্রচার?
প্রসঙ্গত,'মেট্রো ইন দিনো' ছবিতে সারা ছাড়া অভিনয় করেছেন অনুপম খের , নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেন শর্মা, আলি ফজল, আদিত্য রায় কাপুর এবং ফাতিমা সানা শেখ। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে চারটি ভিন্ন প্রেমের ছবি তুলে ধরা হয়েছে, যারা প্রত্যেকে বাস করেন বড় শহরে।