ঋতেশ মিশ্র
ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক এলাকায় ঘন জঙ্গলে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার শীর্ষ মাওবাদী ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল ।
বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল (আইজি) সুন্দররাজ পি বলেছেন, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী একাধিক ইউনিটকে নিয়ে একটি যৌথ তল্লাশি অভিযান শুরু করে এবং অভিযান চলাকালীন সংঘর্ষস্থল থেকে অস্ত্র সহ এক পুরুষ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়।
আইজি বলেন, 'আমরা এখনও তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। অভিযানের সক্রিয় প্রকৃতির কারণে, কর্মকর্তারা মিশনে নিযুক্ত কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আরও বিশদ প্রকাশ করা থেকে বিরত রয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে বস্তার বিভাগে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে, ওই অঞ্চলে সক্রিয় মাওবাদী নেতাদের লক্ষ্য করে বাহিনী অভিযান চালিয়েছে বলে মনে করা হচ্ছে। আইজি মন্তব্য করেন যে নিরাপত্তা বাহিনী বর্ষা মরসুমেও মাওবাদী বিরোধী অভিযান চালিয়ে যেতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং জোর দিয়ে বলেন যে সিপিআই (মাওবাদী), যাকে বেআইনি ঘোষণা করা হয়েছে, এখন আত্মসমর্পণ করা এবং হিংসা ত্যাগ করা ছাড়া আর কোনও বিকল্প নেই।
গত ১৮ মাসে বস্তার রেঞ্জে বিভিন্ন এনকাউন্টারে মোট ৪১৫ জন মাওবাদী ক্যাডার নিহত হয়েছে। এই সংখ্যায় সিপিআইয়ের (মাওবাদী) সাধারণ সম্পাদক বাসবরাজু ওরফে গঙ্গান্না এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম ওরফে সুধাকরের মতো শীর্ষ নেতারা রয়েছেন, যা বিদ্রোহী গোষ্ঠীর কাছে একটি বড় ধাক্কা।