প্রথম সাত বলে এক রানও করতে পারেননি। তাহলে কি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের খেলার স্টাইল পালটে ফেললেন রোহিত শর্মা? আজ কি কিছুটা ধরে খেলবেন? লখনউয়ের একানা স্টেডিয়ামে নিজের অষ্টম বলেই সেই উত্তর দিয়ে দিলেন ভারতের অধিনায়ক। অষ্টম বলে চার মারলেন। পরের বলেই হাঁকালেন ছক্কা। পরে আরও একটি ছক্কা মারেন। ইংরেজ পেসার ডেভিড উইলির দ্বিতীয় ওভার থেকে ১৭ রান তুললেন। আর সবমিলিয়ে নিজের দ্বিতীয় ওভারে ১৮ রান উইলি। যিনি প্রথম ওভার মেডেন করেন। কিন্তু তারপর ছন্দ হারিয়ে ফেলে ভারত। ওই ১৮ রানের ওভারের পরও পাওয়ার প্লে'তে (১০ ওভার) দুই উইকেটে ৩৫ রান তোলে টিম ইন্ডিয়া।
কীভাবে এগিয়েছে উইলির দ্বিতীয় ওভার?
রবিবার ইংল্যান্ডের হয়ে দারুণ শুরু করেন উইলি। প্রথম ওভারে স্ট্রাইকে ছিলেন রোহিত। প্রথম ওভারে এক রানও হয়নি। দ্বিতীয় ওভার করেন ক্রিস ওকস। তাঁর ওভারে চার রান হয়। তৃতীয় ওভার করতে আসেন উইলি। সেই ওভারে ১৮ রান ওঠে।
১) ২.১ ওভার: ইনসুইং, ইয়র্কার লেংন্থে পড়ল বল। কোনও রান হল না।
২) ২.২ ওভার: সাতটি বল খেলার পর প্রথমবার আক্রমণাত্মক হন রোহিত। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন। লং-অন দিয়ে চার মারেন। আজ ম্যাচের প্রথম রান রোহিতের।
৩) ২.৩ ওভার: লেংথের কিছুটা হেরফের করেন উইলি। শর্ট লেংথের কাছাকাছি বল করেন। আর সেটার যা পরিণতি হওয়ার কথা, আর ঠিক সেটাই হয়। ছক্কা হাঁকান রোহিত। ভারতীয় অধিনায়ককে এরকম লেংথে ১০টি বল দিলে ১১ বার মাঠের বাইরে ফেলবেন। ব্যাকফুটে নিজেকে রেখে মিড-উইকেটের উপর দিয়ে বলটা গ্যালারিতে ফেলে দেন রোহিত।
৪) ২.৪ ওভার: ফুল লেংথে বল। স্কোয়ারের পিছনে বল ঠেলে এক রান নিলেন রোহিত।
৫) ২.৫ ওভার: ফুল লেংথে বল। পয়েন্টে বল ঠেলে এক রান নেন শুভমন গিল। ১৮ রানের ওভারে গিলের একমাত্র রান। বাকি ১৭ রান নেন রোহিত।
আরও পড়ুন: IND vs ENG, CWC 2023 Live: বিশাল বড় ধাক্কা খেল ভারত, শূন্য করে ফিরলেন কোহলি
৬) ২.৬ ওভার: হিটম্যান শো! আবারও ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন রোহিত। তারপর সাইটস্ক্রিনের উপর বিশাল ছক্কা মারেন ভারতীয় অধিনায়ক। বলটা রোহিতের ব্যাট লাগার পর সেদিকে ফিরেও তাকাননি ইংরেজ বোলার।
তবে সেই ওভারের পর ছন্দ হারিয়েছে টিম ইন্ডিয়া। বাজে শট খেলে আউট হয়েছেন গিল (১৩ বলে নয় রান)। তারপর আক্রমণাত্মক শট খেলতে গিয়ে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন বিরাট কোহলি (নয় বলে শূন্য)। প্রথম আটটি বলে এক রানও করতে না পারার পর রোহিতের পর ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট মারতে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে একেবারেই টাইমিং হয়নি। বেন স্টোকসের হাতে ধরা পড়েন তিনি।
আরও পড়ুন: IND vs ENG: অধিনায়ক হিসাবে রোহিতের সেঞ্চুরি, ধোনি, কোহলি, সৌরভদের তালিকায় উঠে এলেন হিটম্যান