আয়ারল্যান্ড প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল। বুধবার, ২১ মে, ডাবলিনের দ্য ভিলেজে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে সকলকে অবাক করল আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৩০৩/৬ রানের বিশাল স্কোর তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৩৪.১ ওভারে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায়। ব্যারি ম্যাককার্থি ৭.১ ওভারে ৩২ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন।
আরও পড়ুন … কখনও ভারতীয় দলকে হালকাভাবে নেবেন না… কোহলি-রোহিত বিহীন টিম ইন্ডিয়াকেই ভয় পাচ্ছেন বেন স্টোকস!
এদিনের ম্যাচে পল স্টার্লিং আয়ারল্যান্ডের প্রথম খেলোয়াড় হিসেবে ওডিআই, টি২০ ও টেস্ট মিলিয়ে কেরিয়ারে ১০,০০০ রান পূর্ণ করলেন। যেখানে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ক্লনটার্ফে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে সহজেই পরাজিত করে। অ্যান্ড্রু বালবার্নি ১৩৮ বলে ঐতিহাসিক ১১২ রান তোলে ও রেকর্ড-গড়েন। অধিনায়ক স্টার্লিং (৫৪)-এর সঙ্গে বালবার্নি মধ্যে ১৬৬ রানের জুটি আয়ারল্যান্ডকে জয়ের পথে এগিয়ে দেয় এবং দলটি ৩০৩/৬ স্কোর তোলে।
২০১৯ সালের পর প্রথমবার ডাবলিনে আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়া ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৭৯ রানেই গুটিয়ে যায়, যেখানে ব্যারি ম্যাককার্থি ৪-৩২ উইকেট নেন। এই দুই দল আবার শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে, এবং সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি রবিবার ক্লনটার্ফেই অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন … এবার ওর বিরুদ্ধে খেলতে না পারাটা দুঃখজন… টেস্টে বিরাট কোহলির অবসরের পরে বেন স্টোকসের বার্তা
এদিনের ম্যাচে আয়ারল্যান্ড টস হেরে ব্যাট করতে নামে, তবে বালবার্নি ও স্টার্লিং-এর সফল জুটির মাধ্যমে তারা স্কোরবোর্ডে ১০৯ রান তুলে ফেলে, এরপর স্টার্লিং গুড়াকেশ মোতির বলে আউট হন। ডেবিউ করা কেড কারমাইকেল, টম মায়েস এবং লিয়াম ম্যাককার্থির মধ্যে কারমাইকেল মাত্র ১৬ রানেই আউট হন, তবে হ্যারি টেক্টর ৫৬ রান করেন এবং লোরকান টাকার যোগ করেন আরও ৩০ রান, যার ফলে আয়ারল্যান্ড একটি বড় টার্গেট দাঁড় করাতে সক্ষম হয়।
আরও পড়ুন … ভিডিয়ো: ব্যাট করবে নাকি বল? টসের পরে ফ্যাফকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতেই ভুলে গেলেন শাস্ত্রী!
মায়েস ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপকে ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যেই আউট করে তার প্রথম আন্তর্জাতিক উইকেট পান, এবং আয়ারল্যান্ড ফিল্ডিংয়েও ভালো শুরু করে। ওয়েস্ট ইন্ডিজ ৩১-৫ রানে কঠিন শুরুর মধ্য দিয়ে পড়ে, তবে রোস্টন চেজ (৫৫) ও ম্যাথিউ ফোর্ড (৩৮) ইনিংস কিছুটা স্থিতিশীল করেন।
ম্যাককার্থি ব্র্যান্ডন কিং, কেসি কার্টি, আমির জ্যাঙ্গু এবং ফোর্ডকে আউট করেন, এবং ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার বাকি থাকতেই ১৭৯ রানে অলআউট হয়ে আয়ারল্যান্ডের ৩০৩ রানের লক্ষ্যের অনেকটা আগেই থেমে যায়। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ১২৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড।