মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচ। এই ম্যাচ হারলেই দিল্লি ক্যাপিটালসের আইপিএলের প্লে-অফের আশা শেষ। অথচ খেলছেন না দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। তাঁর বদলে এদিন দলকে নেতৃত্বে দেবেন ফ্যাফ ডু'প্লেসি। তিনিই এদিন টস করেন। কিন্তু অক্ষরের হঠাৎ কী হল? কেন খেলছেন না এই ম্যাচে তিনি? ডিসি-র জন্য এটা তো বড় ধাক্কা।
আইপিএলের ৬৩তম ম্যাচটি দিল্লি এবং মুম্বই- দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ। আইপিএলে-র প্লে-অফের চতুর্থ দলের মীমাংসার জন্য এই ম্যাচটির বড় ভূমিকা থাকবে। মুম্বই এই ম্যাচ জিতলে সরাসরি প্লে-অফে চলে যাবে। আবার হারলেও, তারা ছিটকে যাবে না। কিন্তু দিল্লি ম্যাচটি হারলে তারা কিন্তু ছিটকে যাবে। আর এই ম্যাচ জিতলেও, তাদের গ্রুপ লিগের শেষ ম্যাচটিতেও জয় পেতে হবে।
কেন খেলছেন না অক্ষর
বুধবার (২১ মে) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সকলকে চমকে দিয়ে অক্ষর প্যাটেলের বদলে, টস করতে আসেন ফ্যাফ ডু'প্লেসি। তিনি টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এবং টসের পর জানান, অক্ষর প্যাটেলের অসুস্থ। তাঁর খুব জ্বর হয়েছে। সে কারণেই খেলতে পারবেন না। ফ্যাফের দাবি, ‘অক্ষর প্যাটেল খেলতে পারবে না, এটা দুর্ভাগ্যজনক। গত দু'দিন ধরে ও অসুস্থ, ওর জ্বর। আশা করি ও শীঘ্রই ফিট হয়ে উঠবে। অক্ষর প্যাটেল এই মরশুমে খুব ভালো পারফর্ম করেছে এবং এই ম্যাচে আমরা ওকে মিস করব।’
ডু'প্লেসিরও অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে
তবে ফ্যাফ ডু'প্লেসি খুবই অভিজ্ঞ অধিনায়ক। আইপিএলেও তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। অধিনায়কত্বের দিক থেকে বলতে গেলে, ফ্যাফ ডু'প্লেসির অভিজ্ঞতা নিঃসন্দেহে দিল্লির জন্য গুরুত্বপূর্ণ হবে। কিন্তু প্লেয়ার হিসেবে অক্ষরকে অবশ্যই মিস করবে ডিসি।
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন কেএল রাহুল
এদিকে ম্যাচের আগের দিন অর্থাৎ মঙ্গলবার নেট-অনুশীলনের সময়ে চোট পেয়েছিলেন কেএল রাহুল। তাই তাঁকে এদিন একাদশে রাখা হয়নি। উইকেটকিপিং করবেন না কেএল। তিনি সম্ভবত শুধু ব্যাটিং করতে নামবেন। যে কারণে তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখা হয়েছে।
দিল্লি ক্যাপিটালসের প্লেয়িং ইলেভেন: ফ্যাফ ডু'প্লেসি (অধিনায়ক), অভিষেক পোড়েল, সমীর রিজভি, ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপরাজ নিগম, মাধব তিওয়ারি, কুলদীপ যাদব, দুশমন্ত চামেরা, মুস্তাফিজুর রহমান, মুকেশ কুমার।
মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়িং ইলেভেন: রায়ান রিকেলটন, রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ।