সৌন্দর্য এবং ট্যালেন্ট, যদি একসঙ্গে মিশে যায় তাহলে তাঁর নাম অবশ্যই কনীনিকা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এই বছরেও ২১ মে জন্মদিন পালন করলেন তিনি। চলতি বছরে ৪১ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেত্রী। তবে হাজার আনন্দের মধ্যেও বারবার তাঁর মনে পড়ে যায় মাকে। মা ছাড়া প্রথম জন্মদিন কিনা!
জন্মদিনের দিন আনন্দবাজার ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘গত বছর জন্মদিনেও মা ছিল। প্রতিবছর জন্মদিনে সবার আগে মায়ের সঙ্গে দেখা করতাম। এই মানুষটার জন্যই তো আমার এই পৃথিবী দেখা, তাই না? আগের বছরের জন্মদিনেও মা ছিল আমার কাছে, আজ নেই।’
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
মায়ের স্মৃতিতে মন্থন করে অভিনেত্রী বলেন, ‘এখনও প্রত্যেকদিন মায়ের গন্ধ পাই। শুধু মানুষটাই নেই। কোথাও নেই। একেবারে যেন গায়েব হয়ে গিয়েছে। এই কষ্ট কতটা, যার যায় সে ছাড়া অন্য কেউ বোঝে না।’
জন্মদিনে শুধুই স্মৃতি রোমন্থন করেছেন অভিনেত্রী। ছোটবেলায় মায়ের সঙ্গে কেক কিনতে যাওয়া, ফুল দিয়ে বাড়ি সাজানো, মায়ের হাতের রান্না, সবকিছুই মনে পড়ে যায় এই বিশেষ দিনে। টাইম মেশিন থাকলে হয়তো চট করে মায়ের সঙ্গে দেখাও করে আসতেন তিনি। যদিও এই চিন্তা প্রত্যেক বাবা-মা হারা ছেলেমেয়েদের মনেই থাকে।
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
তবে সবকিছু পরেও আবার বাস্তবে ফিরে আসতে হয় অভিনেত্রীকে। বাবার বাড়ি, শশুর বাড়ির সকলকে নিয়ে হই হই করে কাটিয়েছেন জন্মদিনের সন্ধ্যে। ছোট্ট মেয়ে প্রিয় খেলা উপহার হিসেবে তুলে দিয়েছে মায়ের হাতে, রাত ১২ টায় স্বামীও কাটিয়েছেন কেক। সবকিছুই বড্ড নিখুঁত, তবুও খুঁত যেন থেকেই যায়। মনে পড়েই যায়, এটা মা বিহীন প্রথম জন্মদিন।