কাছের মানুষকে হারালেন কপিল শর্মা। দীর্ঘদিনের সঙ্গী তথা ফটোগ্রাফার দাস দাদাকে হারিয়ে শোকোস্তব্ধ কপিল। দাস দাদা, যার আসল নাম কৃষ্ণ দাস। ক্যামেরার পেছনে যিনি থাকতেন সবসময়, যার হাতের কারুকার্যে জীবন্ত হয়ে উঠতো একটি আস্ত অনুষ্ঠান, সেই দাস দাদাই আজ সবাইকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে।
দাস দাদার এই আকস্মিক চলে যাওয়ায় শুধু কপিল নন, স্তম্ভিত অনুষ্ঠানের সকল কলাকুশলী। কপিলের পাশাপাশি সমাজমাধ্যমে শোক প্রকাশ করেছেন কিকু শারদা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ‘আমরা তোমাকে খুব মিস করব দাস দাদা।’
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
দাস দাদাকে হারিয়ে সমাজ মাধ্যমে আবেগঘন পোস্ট করে কপিল লেখেন, ‘আজ আমাদের মন ভীষণ ভারাক্রান্ত। আজ আমরা হারালাম দাস দাদাকে। যিনি ক্যামেরার পেছনের আত্মা ছিলেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন তিনি।’

কপিল আরও লেখেন, ‘তিনি একজন নিপাট ভদ্রলোক ছিলেন। সবসময় হাসিমুখে থাকতেন। আমাদের পাশে থাকতেন। ভীষণ মিস করবো দাদা। শান্তিতে ঘুমাও। তোমার স্মৃতি থাকবে প্রতিটি ফ্রেমে, প্রতিটি হৃদয়ে।’
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
প্রসঙ্গত, ২০১৮ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারের পুরস্কৃত হয়েছিলেন কপিল শর্মার এই দাস দাদা। শুধু অনুষ্ঠান চলাকালীন নয়, অনুষ্ঠানের ফাঁকে কপিল এবং তাঁর গোটা টিমের খুনসুটি মুহূর্ত তিনি তুলে রাখতেন ক্যামেরার পর্দায়। খুব স্বাভাবিকভাবেই দাস দাদার চলে যাওয়া কপিল শর্মা শোয়ের এক অপূরণীয় ক্ষতি হয়ে থেকে গেল।