গোপন সূত্রে খবর পেয়ে সাম্প্রতিককালে জেলার সব থেকে বড় অস্ত্র পাচার রুখে দিল বহরমপুর পুলিশ। বুধবার সকালে নওয়াদায় অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছেন পুলিশ আধিকারিকরা। অস্ত্রগুলি যার কাছ থেকে উদ্ধার হয়েছে সেই হাবুল শেখকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত হাবুল এই লাইনের পুরনো খেলোয়াড় বলে জানা গিয়েছে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল সাংবাদিক বৈঠকে জানান, হাবলু দীর্ঘদিন ধরে এই কারবারে যুক্ত। পেশায় গাড়িচালক বছর ৪০এর ওই যুবকের বাড়ি ফরাক্কার দক্ষিণ রামপুরে। মাঝেমাঝেই সে বিহারের মুঙ্গেরে গিয়ে অস্ত্র কিনে নিয়ে আসে। তার পর দাম দর করে সেই অস্ত্র সরবরাহ করে স্থানীয় দুষ্কতীদের। সম্প্রতি পুলিশ জানতে পারে হাবলু আবার মুঙ্গেরে গিয়েছে। সেখানে কয়েকদিন থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র কিনেছে সে। এর পর ফিরে এসে আগ্নেয়াস্ত্রগুলি নিজের বাড়িতে মজুত করে রেখেছিল ওই যুবক।
সম্প্রতি বড়ঞার এক ব্যক্তির সঙ্গে তার রফা হয়। তাকে অস্ত্রগুলি পৌঁছে দিতে যাচ্ছিল সে। তখনই নওয়াদার পানুর রেল গেট এলাকায় ওঁত পেতে থেকে হাবলুকে ধরে পুলিশ। তার কাছ থেকে ৭টি ৭.৬৫ এমএম বোরের পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে মোটকসাইকেলটি। ধৃত কাকে অস্ত্রগুলি দিতে যাচ্ছিল তার সন্ধান চলছে। অস্ত্রগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও। ধৃত হাবলু এর আগে একই ভাবে ৪ বার গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।