উর্বশী+ কান= বিতর্ক। কান চলচ্চিত্র উৎসবে উর্বশীর পোশাক বারবার উপহাসের বিষয়বস্তু হয়েছে। কয়েক বছর আগে কান চলচ্চিত্র উৎসবে একটি দরজার মধ্যে আটকে গিয়ে হাসির খোরাক হয়েছিলেন অভিনেত্রী। এই বছরেও তার অন্যথা হয়নি।
কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন একটি কাকাতুয়া ব্যাগ হাতে রেড কার্পেটে হাঁটেন উর্বশী। উর্বশীর এই লুক দেখে অনেকে যেমন অভিনেত্রীর প্রশংসা করেছেন তেমন অনেকে করেছেন উপহাস। তবে দ্বিতীয় দিন যা হল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই।
আরও পড়ুন: অপেশাদার! ‘হেরা ফেরি ৩’ ছেড়ে দেওয়ায় পরেশের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত অক্ষয়ের
আরও পড়ুন: 'কোটিপতি হলেও ও আদপে মধ্যবিত্ত...', শাহরুখ সম্পর্কে কেন বললেন অনুভব?
দ্বিতীয়বার লাল গালিচায় হাঁটার জন্য একটি কালো রঙের গাউন বেছে নিয়েছিলেন অভিনেত্রী। তবে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েই ঘটে যায় বিপত্তি। নায়িকার জামার বগলের দিকে ছোট্ট একটি অংশে ছিদ্র ছিল, যা ধরা পড়ে ক্যামেরায়। ব্যস আর কি! মুহূর্তের মধ্যেই ট্রোলের শিকার হন অভিনেত্রী।
কিন্তু এখানেই শেষ নয় এবার ওরির সঙ্গে যুগলবন্দী করতে গিয়ে ফের দর্শকদের উপহাসের সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অন্যান্য তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ওরি। মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের একটি ভিডিয়ো শেয়ার করেন ওরি, যেখানে ‘ডাকু মহারাজ’ গানের তালে তালে যুগলবন্দী করতে দেখা যায় ওরি ও উর্বশীকে।
ভিডিয়োয় দেখা যায়, ক্যামেরা অন করে ওরি বলেন, ‘বন্ধুরা দেখো আমি কাকে খুঁজে পেয়েছি।’ তারপরেই দেখা যায় পেছনে কালো গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন উর্বশী। দুজনেই যে বেশ মজার মুডে রয়েছেন, সেটাও বোঝা যাচ্ছে ভিডিয়ো দেখে।
কিন্তু বিতর্ক তৈরি হয় যখন উর্বশী নিজের কালো গাউন ওরির মাথার ওপর দিয়ে দেন। বেশ কয়েক সেকেন্ড গাউনের মধ্যে থাকার পর ওরি বেরিয়ে আসেন এবং ওরির অবস্থা দেখে হাসিতে ফেটে পড়ে উর্বশী। তারপরেই হাতের সাহায্যে একটি ইঙ্গিত করতে দেখা যায় ওরিকে।
আরও পড়ুন: সবুজ শাড়িতে শর্মিলা, শ্বেতশুভ্র সিমি, মুগ্ধ দর্শকরা বললেন, ‘এভাবেই সাজতে হয়…’
আরও পড়ুন: মুক্তি পেল ‘ওয়ার ২’ টিজার, প্রকাশ্যে ছবি মুক্তির তারিখও, কবে আসছে হৃত্বিকের ছবি?
দুই তারকার এই মজার খুনসুটির ভিডিয়ো দেখে কমেন্ট বক্স ভরে গেছে মজাদার কমেন্টে। একজন লিখেছেন, ‘এই করতে গিয়েই কি উর্বশীর পোশাক ছিঁড়ে গিয়েছিল?’ অন্য একজন লিখেছেন, ‘তোমরা বিয়ে করে নাও।’ তৃতীয় একজন লিখেছেন, ‘খুব মজাদার জুটি। আপনারা বিয়ের চিন্তাভাবনা করতে পারেন।’