ইডেন থেকে আইপিএল ফাইনাল সরানো নিয়ে বেফাঁস মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। বুধবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দাবি করলেন, বৃষ্টি বা আবহাওয়ার কারণে ইডেন থেকে আইপিএল ফাইনাল সরিয়ে আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেটা নেহাতই অজুহাত। আসলে অন্য কারণে কলকাতাকে আইপিএলের প্লে-অফ এবং ফাইনাল থেকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি। এমনিতে গত বছরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারের ফাইনাল পাওয়ার কথা ছিল ইডেনের। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে নয়া যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ থেকে ফাইনাল সরিয়ে বিজেপি-শাসিত গুজরাটের আমদাবাদে নিয়ে যাওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর অযোগ্যতার কারণে ইডেন হারাল ফাইনাল, দাবি সুকান্তের
সেই বিষয়টা নিয়ে যখন বিতর্ক চলছে, তখন সুকান্ত বললেন, ‘ইডেন গার্ডেন থেকে আইপিএল ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়া ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের আরও একটা জ্বলন্ত প্রমাণ! আবহাওয়া শুধু একটি অজুহাত মাত্র, এই সিদ্ধান্তের নেপথ্যে আসল এবং অন্যতম কারণ হল বাংলার বেহাল আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সম্পূর্ণ ভেঙে পড়া প্রশাসনিক কাঠামো এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক অযোগ্যতা।’
আরও পড়ুন: ভারতের নতুন টেস্ট অধিনায়ক কে হবেন? শুভমন গিল নাকি ঋষভ পন্ত? সব জল্পনার অবসান ঘটতে চলেছে ২৪ মে
তিনি আরও বলেন, ‘রামনবমীর দিনে নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ সরানোর আবেদন করে মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, আমরা নিরাপত্তা দিতে পারব না, তখনই স্পষ্ট হয়ে যায়, এই সরকার একটি ক্রিকেট ম্যাচ চালাতে অক্ষম, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে তো আরও অপারগ!’
ইডেনের প্রতি বঞ্চনা করল কে?
সেইসঙ্গে গুজরাটের ঢাক পিটিয়ে সুকান্ত বলেন, ‘আজ গুজরাটে সব হচ্ছে, কলকাতার ম্যাচ চলে যাচ্ছে গুজরাটে। কারণ সেই রাজ্যে রয়েছে সুশাসন এবং পরিকাঠামো। আর পশ্চিমবঙ্গে চলছে শুধু তোষণ, চাটুকারিতা আর কাটমানি সর্বস্ব নোংরা রাজনীতি। কলকাতার গর্ব ইডেন গার্ডেন আজ শুধু বঞ্চিতই নয়, বরং লাঞ্ছিত -- কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতা বাংলাকে বারবার পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই অপশাসনের জবাব এবার বাংলার নিপীড়িত জনতাকে দিতে হবে!’
আর সুকান্তের সেই মন্তব্যের প্রশ্ন উঠেছে যে ইডেনের প্রতি আসলে বঞ্চনা কে করল? আর রাজ্য সরকারের তরফে এমন কোনও বার্তা দেওয়া হয়নি যে আইপিএল ফাইনালের দিন নিরাপত্তা দিতে পারবে না। আর কোনও রাজ্যে 'সুশাসন' আছে নাকি ‘কাটমানি’ রীতি আছে, সেটা দেখে কি আইপিএলের ফাইনালের মাঠ নির্ধারণ করে থাকে বিসিসিআই? সুকান্ত যে ম্যাচের যুক্তি দিচ্ছেন, তারপরও তো ইডেনে একাধিক ম্যাচ হয়েছে।
‘সেমসাইড গোল’ সুকান্তের?
সেইসব প্রশ্নের জবাব অবশ্য মেলেনি সুকান্তের থেকে। তবে সংশ্লিষ্ট মহলের মতে, মমতার আমলে ‘নোংরা রাজনীতি’ চলছে বলে দাবি করতে গিয়ে আদতে নিজেই আইপিএল ফাইনাল নিয়ে রাজনীতির রং লাগিয়ে দিলেন। করলেন ‘সেমসাইড গোল’।
আরও পড়ুন: খেলতে পারছেন না, পাকিস্তানের T20 টিম থেকে ফের বাদ বাবর, রিজওয়ান, শাহিন, বড় সিদ্ধান্ত PCB-র
সেইসঙ্গে বিসিসিআই যে আইপিএল ফাইনাল সরানো নিয়ে ব্যাখ্যা দিয়েছে, সেটাও কার্যত খারিজ করে দিলেন সুকান্ত। কারণ বোর্ডের তরফে জানানো হয়েছিল যে আবহাওয়া এবং অন্যান্য বিষয় বিবেচনা করে আইপিএল ফাইনালের নয়া জায়গা নির্ধারণ করা হয়েছে।