মাওবাদী অভিযানে ফের বড় সাফল্য।
বুধবার ছত্তিশগড়ের পুসগুন্না এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে স্থানীয় অর্গানাইজেশন স্কোয়াড (এলওএস) কমান্ডার-সহ দুই মাওবাদী নিকেশ হয়েছে। কোন্টা এলাকায় মাওবাদীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আকাশ রাও গিরেপুঞ্জে নিহত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটে। বস্তার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, পুসগুন্না জঙ্গলে সিপিআই (মাওবাদী) ক্যাডারদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কুকানার পুলিশ এবং জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) যৌথ তল্লাশি অভিযান শুরু করে। দুপুর ২টার দিকে অভিযান শুরু হয়। গুলির লড়াই থামার পর এক মহিলা-সহ দুই মাওবাদীর দেহ উদ্ধার করে নিরাপত্তারক্ষীরা। নিহতদের মধ্যে ছিলেন পেদারাসের এলওএস কমান্ডার বামন যার মাথার জন্য ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, ওই মহিলা মাওবাদীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল, একটি ১২ বোরের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। যে মাওবাদীদের পালানোর চেষ্টা করছে তাদের খোঁজে আশপাশের ঘন জঙ্গলে অতিরিক্ত দল মোতায়েন করা হয়েছে। নিবিড় তল্লাশি অভিযান চলছে,' বলেছেন এক পদস্থ আধিকারিক।