iPhone of Mahua and Shashi: সরকারি মদতে হ্যাক হতে পারে আইফোন, অ্যাপল নাকি অ্যালার্ট পাঠিয়েছে শশী-মহুয়াদের
1 মিনিটে পড়ুন Updated: 31 Oct 2023, 11:06 AM ISTএকাধিক বিরোধী সাংসদ ও নেতা অভিযোগ করলেন, তাঁদের আইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা। অ্যাপলের তরফ থেকে নাকি এমনই অ্যালার্ট পাঠানো হয়েছে শশী থারুর, মহুয়া মৈত্রদের। এই নিয়ে মোদী সরকারকে তোপ দেগেছেন বিরোধী সাংসদরা।
শশী থারুর এবং মহুয়া মৈত্র