আট দিনে এনিয়ে দ্বিতীয়বার। ফের পাক হাইকমিশনে নিযুক্ত এক আধিকারিককে বহিষ্কার করল ভারত।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাক হাই কমিশনে কর্মরত এক পাকিস্তানি আধিকারিককে তাঁর সরকারি পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বহিষ্কার করল ভারত।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই আধিকারিককে দেশ ছাড়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।
এতে বলা হয়, পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে এ বিষয়ে ডিমার্শ জারি করা হয়েছে।
বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতে কোনও পাকিস্তানি কূটনীতিক বা আধিকারিক যাতে কোনওভাবেই তাঁদের বিশেষ সুবিধা ও মর্যাদার অপব্যবহার না করেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রসঙ্গত গত ১৩ মে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারত। ফের অপর এক পাক আধিকারিককে ভারত থেকে কার্যত সরিয়ে দেওয়া হচ্ছে।
পাকিস্তান ও ভারতের মধ্য়ে সাম্প্রতিক উত্তেজনার মধ্য়েই এবার পাক হাইকমিশনে কর্মরত আধিকারিককে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হল।
পার্সোনা নন গ্রাটা বলে উল্লেখ করা হয়েছে ওই আধিকারিককে। বিদেশমন্ত্রকের বিবৃতিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। অফিসিয়াল স্ট্যাটাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমন কাজ ওই পাক আধিকারিক করছিলেন বলে খবর। তারপরই তাকে ভারত ছাড়ার নির্দেশ। এমনকী ২৪ ঘণ্টার মধ্য়ে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।
সেই সঙ্গে ভারতে কর্মরত কোনও পাক কূটনীতিবিদ যাতে তাদের সুবিধার অপব্যবহার না করে সেটা নিশ্চিত করার জন্য় বলা হয়েছে।
এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল এক পাক কূটনীতিবিদের বিরুদ্ধে। তাকে চিহ্নিত করে ফেলেছিল ভারত। তারপর তাকে বের করে দেওয়া হয় ভারত থেকে। তবে ঠিক কী ধরনের গুপ্তচর বৃত্তি তিনি করতেন তা নিয়ে স্পষ্টভাবে জানা যায়নি। তবে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশের একটা অভিযানে এক মহিলা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের সঙ্গে এই পাক আধিকারিকের সংযোগ ছিল বলে খবর।