জানুয়ারি মাসের শেষের দিকেই আইএমডি পূর্বাভাস দিয়েছিল যে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। আর বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হবে। ফলে আরও উষ্ণতা, শুষ্কতা নিয়ে ফেব্রুয়ারি মাস হাজির হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছিল আইএমডি। আর এবার, মঙ্গলবার ও বুধবারের জন্য আইএমডির তরফে মায়ারনগরী মুম্বইতে জারি হয়ে গেল তাপপ্রবাহের সতর্কতা।
ভরা বসন্ত। চলছে ফেব্রুয়ারি মাস। খাতায় কলমে পড়েনি গ্রীষ্মকাল। তবে এই ভরা বসন্তের দিনেই ভারতের অন্যতম মেগাসিটি তাপমাত্রার দহনজ্বালায় পুড়ছে। মঙ্গলবার ও বুধবার অর্থাৎ আজ ও কালকের জন্য মুম্বই ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আইএমডি। জানা যাচ্ছে, মুম্বই শহরে এই দুই দিন, ৩৭ ও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। তাপমাত্রার নিরিখে দেখলে আইএমডির পূর্বাভাস বলছে, মুম্বইতে ফেব্রুয়ারিতে স্বাভাবিক গড় যে তাপমাত্রা থাকে, তা থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা এই দুই দিন থাকবে। আইএমডির পূর্বাভাস বলছে, মুম্বই শহরে মরশুমের নিরিখেও এই সময় এতটা তাপমাত্রা থাকে না। মায়ানগরী মুম্বইয়ের বাসিন্দাদের জন্য এই তাপপ্রবাহ থেকে নিস্তার পেতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে আইএমডি।
এদিকে, পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় গরমের সঙ্গে সঙ্গে মায়ানগরীতে আর্দ্রতার দাপটও থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মুম্বই ছাড়াও, মহারাষ্ট্রের, থানে, রত্নগিরি, রায়গড়েও জারি হয়ে গিয়েছে তাপপ্রবাহের হলুদ সতর্কতা। এটি কেবলমাত্র মঙ্গল ও বুধবারের জন্য। তবে বলা হচ্ছে, বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রার পরিমাণ কমতে পারে।