পাকিস্তানি বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানকে ‘নামিয়েছে’ ভারত। তবে ঠিক কতগুলি পাকিস্তানি যুদ্ধবিমানকে চিরকালের মতো ‘নরকে’ পাঠানো হয়েছে, সেই তালিকায় এফ-১৬ বা জেএফ-১৭ যুদ্ধবিমান আছে কিনা, তা খোলসা করা হয়নি। রবিবার সন্ধ্যায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতীয় সামরিক বাহিনীর সাংবাদিক বৈঠকে এয়ার অপারেশনসের ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল একে ভারতী বলেন, ‘আমরা নিশ্চিতভাবে পাকিস্তানি বায়ুসেনার কয়েকটি বিমানকে নামিয়েছি। আমাদের কাছে সেই সংখ্যাটা আছে। তবে আমি সেই সংখ্যাতত্ত্বের মধ্যে ঢুকতে চাই না। আমরা প্রযুক্তিগত জিনিসপত্র খতিয়ে দেখছি, যাতে সেই সংখ্যাটা নির্ধারণ করতে পারি। এখন কোনও সংখ্যা দিচ্ছি না।’
ভারতের আকাশসীমায় ঢুকতে দেওয়া হয়নি পাক যুদ্ধবিমানকে
আর কেন একেবারে হলফ করে এখনও নির্দিষ্ট কোনও সংখ্যা বলছেন না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন এয়ার মার্শাল ভারতী। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ভারতে আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি পাকিস্তানি বায়ুসেনার যুদ্ধবিমানকে। ফলে পাকিস্তানের যে যে যুদ্ধবিমান ভেঙে পড়েছে, তার ধ্বংসাবশেষ পাওয়া হয়নি। সেই পরিস্থিতিতে নির্দিষ্টভাবে এখনই কোনও সংখ্যা প্রদান করতে চাননি এয়ার অপারেশনসের ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল ভারতী।
আরও পড়ুন: এবার UNSC-তে টিম পাঠাবে ভারত, পাকিস্তানের মুখোশ খুলতে কাঁটা রেডি
'বায়ুসেনার প্রত্যেক পাইলট সুরক্ষিত', জানাল ভারত
সেইসঙ্গে পাকিস্তানের মিথ্যাচার উড়িয়ে দিয়ে এয়ার অপারেশনসের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন যে ভারতীয় বায়ুসেনার প্রত্যেক পাইলট সুরক্ষিত আছেন। অর্থাৎ পাকিস্তানের একটি মহলের তরফে এতদিন যে আকাশ-কুসুম গল্প তৈরি করা হচ্ছিল যে তাদের হেফাজতে ভারতীয় বায়ুসেনার পাইলট আছে, তা স্রেফ উড়িয়ে দিয়েছেন এয়ার মার্শাল ভারতী।
আরও পড়ুন: 'পুরো পাকিস্তানকে ধ্বংস করতে হবে, বদলা নেব বাবার', একরাশ রাগ শহিদ জওয়ানের মেয়ের
তিনি বলেছেন, 'আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম। আর যুদ্ধের মতো পরিস্থিতির অংশটা হল ক্ষয়ক্ষতি। যে প্রশ্নটা করা উচিত, সেটা হল যে আমরা কি আমাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি? জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছি আমরা? আর সেটার উত্তরটা গর্জনের সুরে হ্যাঁ হবে। আর সেটার ফলাফল পুরো বিশ্বের চোখের সামনেই আছে।' সেইসঙ্গে তিনি বলেছেন, 'আমরা যে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম, তা পূরণ করেছি। আর আমাদের সব পাইলট ঘরে ফিরে এসেছেন।'
আরও পড়ুন: 'ওরা গুলি চালালে আমরা গোলা ছুড়ব', মোদীর নির্দেশের পরে ‘নরকের আগুনে’ পুড়ল পাকিস্তান
অপারেশনের সমস্যা সত্ত্বেও সংযম বজায় ভারতের
তারইমধ্যে এয়ার অপারেশনসের ডিরেক্টর জেনারেল এয়ার মার্শাল ভারতী জানিয়েছেন, পাকিস্তান যখন ড্রোন হামলা চালাচ্ছিল, তখন ইচ্ছাকৃতভাবে সীমান্ত লাগোয়া এলাকার আকাশ দিয়ে নিজেদের ঘরোয়া বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানও ওড়াচ্ছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষকে ঢাল করছিল। কিন্তু সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তোলেনি ভারতীয় বায়ুসেনা। নিজেদের অপারেশনের ক্ষেত্রে সমস্যা সত্ত্বেও ভারত সংযম বজায় রেখেছিল।