CERT-In Notice to Apple in iPhone Alert issue: আইফোন হ্যাক-সতর্কবার্তা কাণ্ডে তদন্তে সরকার, অ্যাপলকে পাঠানো হল নোটিশ
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2023, 12:22 PM ISTএর আগে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল। অভিযোগ উঠেছিল, দেশের সাংবাদিক, বিরোধী রাজনীতিবিদদের ফোন হ্যাক করেছিল সরকার। আর এবার অভিযোগ ওঠে, একাধিক বিরোধী নেতার কাছে সতর্কবার্তা পাঠিয়ে অ্যাপল বলেছে, অআইফোন হ্যাক করতে পারে সরকারের মদতপ্রাপ্ত হ্যাকাররা।
আইফোন হ্যাক-সতর্কবার্তা কাণ্ডে অ্যাপলকে নোটিশ পাঠাল সিইআরটি-ইন