এদিন ম্রুণাল ঠাকুর একটি ভিডিয়ো পোস্ট করেছেন যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। কী ছিল সেই ভিডিয়োতে? তাঁকে এবং বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়কে বিদেশের রাস্তায় হাঁটতে হাঁটতেই নাচতে দেখা যাচ্ছে, তাও আবার বাংলা লোকগানে!
আরও পড়ুন: LOC-র কাছে কাশ্মীরের এই পাসটা এক বলি অভিনেত্রীর নামে, দেশের জন্য কী করেছিলেন সেই সুপারস্টার?
আরও পড়ুন: পিরিয়ডের আগে ভয়ঙ্কর পেট ব্যথা? মাসের বিশেষ দিনগুলোয় নিজেকে ভালো রাখতে কী টিপস ইমনের?
কী ঘটেছে?
এদিন যে ভিডিয়ো ম্রুণাল পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তাঁর পরনে কালো জ্যাকেট, প্যান্ট। চোখে কালো রোদ চশমা। আর তাঁর পাশেই আছেন সাদা জ্যাকেট এবং জিন্স পরা মৌনি রায়। তাঁর চোখেও রোদ চশমা। দুজনে বিদেশের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ভাইরাল লোকগানে নাচ করছেন। থুড়ি সহকর্মী এবং বন্ধু ম্রুণালকে এই বাংলা গানটির হুক স্টেপ শেখাচ্ছেন মৌনি। নাগিন খ্যাত অভিনেত্রীকে খালি গলায় সেই গানটি গাইতে এবং একই সঙ্গে নাচের স্টেপ করতে দেখা যাচ্ছে। তাঁকে দেখে দেখে অনুকরণ করছেন ম্রুণাল।
এদিন ম্রুণাল ঠাকুর এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'অনেক ধন্যবাদ আমার গ্লাসগ্লো ট্রিপকে এটি সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য। আমি অনেক কিছু শিখলাম তোমার থেকে মৌনি রায়। আমি তোমায় এখনই খুব মিস করছি। যদিও আমরা এটা ভালো সেট আপ এবং আরও ভালো কোরিওগ্রাফি করে শ্যুট করিনি, কিন্তু আমার মনে হয় এই টেকটাও ভীষণ সুন্দর। তুমি খালি আমায় শেখাচ্ছিলে না, আর মধ্যে থেকে সেরাটা বের করে এনেছ। আমি তোমায় আমার জীবনে পেয়ে ধন্য।'
আরও পড়ুন: 'পালিয়ে বিয়ে করিনি, আমরা...', 'ভুল' খবরে আখেরে লাভ হয়েছিল সৌরভ-ডোনার! কেন এমন বললেন মহারাজ ঘরণী?
আরও পড়ুন: অপারেশন সিঁদুর ছবি নিয়ে তুমুল ঝামেলা অক্ষয় ভিকির? জল্পনা থামিয়ে কী বললেন টুইঙ্কল?
কে কী বলছেন?
এই ভিডিয়ো ম্রুণাল পোস্ট করতে না করতেই এটি ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এক দিনে প্রায় ৮০ হাজার লাইক, কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিয়োটি। অনেকেই মন্তব্য করেছেন এই পোস্টে। এক ব্যক্তি লেখেন, 'উনি (মৌনি) খালি ভালো নাচেন না। কী সুন্দর গান গাইতে পারেন। ঝরঝরে বাংলায় খালি গলায় দারুণ গাইলেন।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'ইচ্ছেধারী নাগিন এত ভালো গাইতে পারেন জানতাম না তো! দারুণ।'