বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘নারীনির্যাতন নিয়ে জ্ঞান…’ সন্দেশখালি নিয়ে মুখ খুলতেই মিঠুনের স্ত্রী-পুত্রের অতীত মনে করালেন কুণাল, তুললেন কোন প্রসঙ্গ
পরবর্তী খবর
‘নারীনির্যাতন নিয়ে জ্ঞান…’ সন্দেশখালি নিয়ে মুখ খুলতেই মিঠুনের স্ত্রী-পুত্রের অতীত মনে করালেন কুণাল, তুললেন কোন প্রসঙ্গ
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 02:34 PM ISTSubhasmita Kanji
Mithun Chakraborty-Sandeshkhali: সন্দেশখালি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। আর সঙ্গে সঙ্গেই কুণাল ঘোষের তোপের মুখে পড়লেন মহাগুরু।
সন্দেশখালি নিয়ে মুখ খুলতেই মিঠুনের স্ত্রী-পুত্রের অতীত মনে করালেন কুণাল
সম্প্রতি সন্দেশখালি কাণ্ড নিয়ে মুখ খুললেন মিঠুন চক্রবর্তীর। তিনি এদিন বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, সেখান থেকে বেরিয়েই তিনি এই বিষয়ে কথা বলেন। তারপরই তাঁর উদ্দেশ্যে তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
সন্দেশখালি নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?
এদিন মিঠুন সন্দেশখালি কাণ্ড নিয়ে বলেন, 'সন্দেশখালিতে যা হয়েছে তাতে এবার জেগে ওঠার সময় হয়েছে। ঘুরে দাঁড়ানোর সময় এসেছে এবার।' তাঁর এই কথা শোনার পরই একটি ভিডিয়োতে এসে মুখ খুলেছেন কুণাল ঘোষ, একহাত নিয়েছেন মিঠুনকে।
এদিন কুণাল ঘোষ মিঠুনের উদ্দেশ্যে বলেন, 'উনি সন্দেশখালি নিয়ে জ্ঞান দিচ্ছেন, জেগে ওঠার কথা বলছেন। জেগে উঠেই বলছি আপনি লোককে নারী নির্যাতন নিয়ে জ্ঞান দিচ্ছেন এদিকে আপনার স্ত্রী এবং ছেলের নামে যে ফৌজদারি অভিযোগ ছিল সেটা কী নিয়ে ছিল ভুলে গেছেন? সেটা নিয়ে আগে কথা বলুন।'
প্রসঙ্গত ২০২০ সালে মিঠুনের পুত্র মহাক্ষয়ের নামে একজন ভোজপুরি অভিনেত্রী অভিযোগ করেন। তিনি ধর্ষণ এবং প্রতারণার মামলা এনেছিলেন মহাক্ষয়ের নামে। সেই অভিযোগে নাম ছিল যোগিতা বালিরও। এই কেসের কথাই এদিন মনে করিয়ে দেন কুণাল।
প্রসঙ্গত মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর ব্রেন স্ট্রোক হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। ফের শাস্ত্রী ছবির কাজ শুরু করেছেন।