নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে আয়েন্দ্রী রায়ের প্রেমের সম্পর্ক কারুর অজানা নয়। তবে মাঝে শোনা গিয়েছিল তাঁদের মধ্যে নানা সমস্যা তৈরি হয়েছে। তবে নিজেদের ছবি দিয়ে সমস্যা যে মিটে গিয়েছে তাও সকলকে জানিয়েছিলেন নায়িকা। ফলে সবটা মিলিয়েই তাঁকে নিয়ে নানা চর্চা হচ্ছিল, তার মাঝেই নায়িকাকে নানা ভাবে বডি সেমিংয়ের শিকার হতে হয়। অনেকে তাঁকে এমনও বলেন যে, অবসাদের কারণে নাকি তাঁর ওজন বাড়ছে, তিনি নাকি নেশা করেন। আর তাই নাকি তিনি কাজ পাচ্ছেন না।
এবার তাঁদের যোগ্য জবাব দিলেন আয়েন্দ্রী। শুক্রবার নিজের একটি মিরর সেলফি তোলেন। সেখানে তাঁকে কালো রঙের হট পোশাকে দেখা যায়। ছবিটি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘কয়েক মাস ধরে নেতিবাচক সমালোচনা সহ্য করার পর… আমার পুরনো অবস্থায় ফিরে গেলাম। আমার পুরনো ফিগারে ফিরে গেলাম।আমার বিষণ্ণতার কারণে আমার ওজন অনেক বেড়ে গিয়েছে... (যা স্বাভাবিক) এমনকী গুঞ্জন শুনেছি যে, আমি যে কোনও ধরণের নেশায় আসক্ত, তাই আমার ওজন বেড়েছে। এমনকী এর জন্য নাকি আমি কাজও পাচ্ছি না। কিন্তু এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি যে, আমি আমার বেড়ে যাওয়া ৯.৫৮ কেজি ওজন কমিয়ে ফেলেছি… ফিট চেক।’
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং লিখেছেন, ‘তুই আর আমি এখন একই দলে। ওজন কমিয়ে দু’জনই জিতে গিয়েছি।' তাছাড়াও নায়িকার অনুরাগীরাও নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। একজন লেখেন, ‘ওহ কী লাগছে গো তোমাকে, এক কথায় অসাধারণ।’ আর একজন লেখেন, ‘যদি তুমি নেতিবাচক মন্তব্যের জন্য ওজন কমাও অথবা নিজের মধ্যে কোন পরিবর্তন আনো তাহলে তোমার এটা একেবারেই করা উচিত নয়। তোমার সব সময় নিজের জন্য কিছু করা উচিত। এমন লোকদের জন্য নয় যাঁরা তোমার জন্য কিছু ভাবে না। মানুষ কথা বলবে, এটাই তাঁরা সব থেকে ভালো পারে। আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভালোবাসি, আমি সবসময় চাইব তুমি ভালো থাকো, কিন্তু যেমন আমি সব সময় বলেছি, এটা তোমার জন্য করো।’
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, মাথায় মুকুট, পালকী চড়ে শোভাযাত্রায় 'রাণী ভবাণী' রাজনন্দিনী!
‘ফুলকি’ ধারাবাহিকে দর্শকরা আয়েন্দ্রীকে দেখতেন। সেখানে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করতেন। তাঁকে ‘গীতা এলএলবি’তে দেখা গিয়েছিল। এর আগে অভিনেত্রী ‘তিতলি’, ‘আলতা ফড়িং’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।