রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার -এর বিরুদ্ধে -এর ফাইনাল খেলবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ভারতীয় দলকে সুবিধা দেওয়ার সমস্ত অভিযোগকে উড়িয়ে দিলেন। নাসের হুসেন, ভিভ রিচার্ডস থেকে মাইকেল আথার্টন, কিংবা বর্তমান ক্রিকেটের ডেভিড মিলার-রাসি ভ্যান ডার দাসেনরাও ভারতের দুবাইতে সব ম্যাচ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
মিলারও ভারতের সুবিধার কথা বলেছিলেন-
নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে পরাজয়ের পর, দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার টুর্নামেন্টের সূচী নিয়ে ICC-কে কটাক্ষ করেছিলেন। এই সব আলোচনার মাঝেই, ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক শুক্রবার বলেছেন যে তার দল আইসিসির দেওয়া সূচি অনুযায়ী খেলেছে এবং এক্ষেত্রে সম্পূর্ণ সূচি তালিকা অনেক আগেই তৈরি করা হয়েছিল। অতএব, 'সুবিধা' নিয়ে কথা বলায় কোনও প্রশ্নই নেই, বিশেষ করে যখন ভারত ভালো ক্রিকেট খেলে ফাইনালে পৌঁছেছে।
ভারতের সুবিধার প্রসঙ্গ উড়িয়ে দিলেন ব্যাটিং কোচ
ভারতের ব্যাটিং কোচ বলছেন, 'আমি বুঝতে পারছি না কোন সুবিধার কথা বলা হচ্ছে। বা আমরা কোন অতিরিক্ত সুবিধা পেয়েছি? এখানে তো সুবিধার কোনো কথাই নেই। সূচি অনেক আগেই ঠিক হয়ে গেছে। এখন যখন ভারত চারটি ম্যাচ জিতেছে, তখন মানুষ ভাবছে আমাদের সুবিধা দেওয়া হয়েছে। আমি এ ব্যাপারে কি জবাব দেব জানি না।আপনাকে জিততে গেলে ভালো ক্রিকেট খেলতে হবে। যদি আপনি ভালো না খেলেন, তাহলে আপনি অভিযোগ করতে পারবেন না। যদি আপনি ভালো খেলেন, তাহলে এসব কথার কোনও মানেই নেই। আমরা অনুশীলন করেছি আইসিসির ক্যাম্পের পিচে আর খেলছি দুবাইতে, ফলে সুবিধার তো কোনও প্রশ্নই নেই'।
ভালো খেলেই ফাইনালে, কোনও সুবিধা পেয়ে নয়-
সিতাংশু কোটাক আরও বলেন, ‘প্রতিযোগিতার শুরু থেকেই আমরা বিভিন্ন উইকেটে খেলে আসছি, তাই সুবিধার কোনও প্রশ্নই নেই। ফাইনালে এত কষ্ট করে ভালো ক্রিকেট খেলে পৌঁছানোর পর যদি এখন এসব শুনতে হয়, তাহলে সেটা খুবই বেদনার। আমরা ভালো ক্রিকেট খেলেছি বলেই ফাইনালে উঠছে পেরেছি, কোনও সুবিধা পেয়ে নয় ’।
গম্ভীর সমালোচকদের একহাত নিয়েছিলেন
এর আগে গম্ভীরকে এই নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সমালোচকদের একহাত নিয়ে বলেছিলেন, ‘আমরা তো দুবাইয়ের মাঠে একদিনও অনুশীলন করিনি, তাহলে সুবিধার কথা বলা হচ্ছে কেন? আইসিসির অ্যাকাডেমির সঙ্গে এখানকার পিচের পরিস্থিতি পুরোটাই আলাদা, ১৮০ ডিগ্রি ভিন্ন। কিছু মানুষ আছেন যারা সারাক্ষণ নিন্দা করে, তাঁরাই এসব কথা বলে বেড়ায়, তাই আমার মনেই হয় না আমার কোনও সুবিধা হয়েছে ’।