দিন দশেক আগেই শেষ হয়েছে আইপিএল, বর্তমানে ভারতীয় দল ব্যস্ত টি২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এরই মধ্যে আগামী মরশুমের জন্য ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটই হচ্ছে টিম ইন্ডিয়ার সাপ্লাই লাইন, এই ঘরোয়া ক্রিকেটে না খেলার জন্য বোর্ডের কোপের মুখে পড়তে হয় শ্রেয়স আইয়ার, ইশান কিষানদের। সেই ঘরোয়া ক্রিকেটেরই সূচি প্রকাশ করল বিসিসিআই, সেই সঙ্গে নেওয়া হল একাধিক বড় সিদ্ধান্ত। এবার থেকে সিকে নাইডু ট্রফিতে তুলে দেওয়া হচ্ছে টস। অভিনব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ে দলও যাতে বঞ্চিত না হয়। কারণ ঘরের মাঠে খেলা হওয়ায় অনেকসময়ই হোম টিম নিজেদের ইচ্ছা মতো পিচ বানায়, তাই অ্যাওয়ে দলও যাতে বঞ্চিত না হয়, তাই অভিনব সিদ্ধান্ত নিল বিসিসিআই।
আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে
চলতি বছরের অক্টোবর মাসেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফির মরশুম। তবে তাঁর আগে এই মরশুমের ঘরোয়া প্রতিযোগিতা শুরু হবে দলীপ ট্রফি দিয়ে। চারটি দল এবারের দলীপ ট্রফিতে অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। এরপর ইরানি কাপ হবে, তারপর অক্টোবর থেকে শুরু হয়ে যাবে রঞ্জি ট্রফির মরশুম। লিগ স্টেজের পাঁচটি ম্যাচের পর রঞ্জি ট্রফিতে বিরতি থাকবে। সেই সময় আয়োজিত হবে সাদা বলের জোড়া প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। এরপর ফের রঞ্জির লিগ স্টেজের বাকি দুই ম্যাচ হবে। এরপর হবে রঞ্জির নকআউট রাউন্ডের ম্যাচগুলি।
আরও পড়ুন- সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক
এবারের ঘরোয়া মরশুম তৈরির ক্ষেত্রে ক্রিকেটারদের শারীরিক বিষয়টি চিন্তাভাবনা করে ম্যাচের আগে পরে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া হয়েছে, অর্থাৎ দুটি ম্যাচের মধ্যে থাকছে কয়েকদিনের বিরতি, যাতে চোট কাটিয়ে ওঠার পাশাপাশি ক্লান্তিও তাঁদের খেলায় ছাপ না ফেলে। এদিকে সিকে নাইডু ট্রফি থেকে টস পদ্ধতি তুলে দিচ্ছে বিসিসিআই। এক্ষেত্রে আওয়ে দল সুযোগ পাবে সিদ্ধান্ত নেওয়ার, যে তাঁরা ব্যাটিং আগে করতে চায় না ফিল্ডিং। হোম টিম যাতে বাড়তি সুবিধা না পায়, তাই উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারবে আওয়ে দল।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড
সিকে নাইডু ট্রফিতে নতুন পয়েন্ট পদ্ধতিও চালু করতে চলেছে বিসিসিআই। সেক্ষেত্রে প্রথম ইনিংসে ব্যাটিং, বোলিংয়ে কে এগিয়ে সেটাও বিবেচনার মধ্যে রাখা হবে পয়েন্টের ক্ষেত্রে। পাশাপাশি ম্যাচ জয়ের পর সেই দল প্রাপ্য পয়েন্টও পাবে। প্রতিযোগিতায় সব দলের মধ্যে ভারসাম্য রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিকে নাইডু ট্রফিতে নতুন পয়েন্ট পদ্ধতি নিয়ে মরশুম শেষে পর্যালোচনা বৈঠকে বসবে বিসিসিআই। যদিও এই পয়েন্ট পদ্ধতিতে বোর্ড কর্তা এবং রাজ্য সংস্থাগুলো ইতিবাচক প্রতিক্রিয়া দেয়, তাহলে ভবিষ্যৎ-এ রঞ্জি ট্রফির ক্ষেত্রেও এই পয়েন্ট পদ্ধতি চালু করা হবে।