রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনুপস্থিতিতে ২০ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের জন্যই স্কোয়াড ঘোষণা করে দিল বোর্ডের নির্বাচক কমিটি। কদিন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরপর অবসর ঘোষণা করেন টেস্ট ফরম্যাট থেকে। যা দেখে অনেকেই অনুমান করেছেন যে বিসিসিআইয়ের নির্বাচক বা কোচের চাপেই তাঁদের হয়ত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আবহেই ভারতীয় দলের অধিনায়ক কে হবেন, সেই নিয়ে তুমুল জল্পনা চলছিল। জানা গেছিল, যে অজিত আগরকর যিনি নির্বাচক কমিটির প্রধান, তাঁর সঙ্গে নাকি আলাদাভাবেই কথা হয় শুভমন গিলের। তবুও বিরাটের ব্যাটিং পজিশনে কে খেলবেন, সেই নিয়েও একটা প্রশ্ন ছিল। সব উত্তর পাওয়া গেল শনিবারের বৈঠকে। ছিলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর, বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়ারা। এদিন দুপুরের দিকে বিসিসিআইয়ের সদর দফতরে নির্বাচক কমিটি ইংল্যান্ড সিরিজের দল বাছাই করে নিলেন।
ইংল্যান্ড সিরিজে অধিনায়ক কে?
অজিত আগরকর জানিয়ে দেন শুভমন গিলই অধিনায়ক। আর সহ অধিনায়কের দায়িত্বে এসেছেন ঋষভ পন্ত
ভারতের টেস্ট স্কোয়াড-
শুভমন গিল, ঋষভ পন্ত, যশস্বী জসওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, নীতীশ কুমার রেড্ডি, লোকেশ রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াসিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশদীপ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা
দেশের মাটিতে নিউজিল্যান্ড সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় গিয়েও ১-৩ ফলে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। সেই একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটার দায়িত্বই ছিল গৌতম গম্ভীর, অজিত আগরকরদের ওপর। সেই মতো তাঁরা দল বেছে নিলেন। কার কার দলে প্রত্যাবর্তন হয়, বুমরাহর সম্ভাব্য বদলি কে হবেন বোলিংয়ে? তার পার্টনারই বা কে হবেন? এই সব প্রশ্নেরই উত্তর মিলে গেল। প্রসঙ্গত মহম্মদ শামি আগেই জানিয়েছিলেন যে ইংল্যান্ডে বুমরাহর সঙ্গেই তাঁর যাওয়াটা জরুরি। কারণ অস্ট্রেলিয়া সিরিজে হর্ষিত রানা, আকাশদীপ, মহম্মদ সিরাজরা একদমই বল হাতে ব্যর্থ ছিলেন। ফলে সব চাপই পড়ে গেছিল একা বুমরাহর ওপর। কিন্তু তাঁর কথা ইংল্যান্ড সিরিজে বিবেচনা করল না অজিত আগরকরের কমিটি। ১৮ সদস্যের স্কোয়াডে রাখা হল না তাঁকে।
এদিকে এই সিরিজে তিন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা নেই। ফলে নয়া অধিনায়ককে এমন কঠিন চ্যালেঞ্জের আগে ভালো স্কোয়াড গড়ে দেওয়ার কাজই ছিল নির্বাচক কমিটির ওপর। বিদেশের মাটিতে টেস্টে শুভমন গিলের অফ ফর্ম অবশ্য চিন্তার কারণ হয়ে দাঁড়াল বোর্ডের কাছে। জুনের ২০ তারিখ থেকে হেডিংলেতে শুরু প্রথম টেস্ট।