বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর সঙ্গীসাথীদের উপর কি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে 'সাঁড়াশির চাপ'? এই প্রশ্ন উঠছেই, কারণ - ইউনুসের সম্ভাব্য ইস্তফা নিয়ে জলঘোলা হওয়ার মধ্য়েই একটি চাঞ্চল্যকর দাবি করেছেন সেদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়।
তাঁর অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর ইউনুসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসানোর জন্য এক গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। আসলে, অন্তর্বর্তী সরকরের প্রধান উপদেষ্টা পদে ইউনুসের শপথগ্রহণই বেআইনি ছিল!
কেন একথা বলছেন হাসিনাপুত্র? তাঁর হাতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশ করা একটি তালিকা। সেই তালিকা অনুসারে, হাসিনা সরকারের পতন ও তার পরের সময় বহু গণ্যমান্য ব্যক্তিই সেনার হেফাজতে ছিলেন। তাঁদের মধ্য়ে অন্যতম হলেন - সেদেশের প্রধান বিচারপতি। বস্তুত, তাঁর পরিবারের সকলেই সেই সময় সেনার হেফাজতে ছিলেন।
সজীবের প্রশ্ন, তাহলে সেই সময় কীভাবে ইউনুসকে প্রধান উপদেষ্টা পদে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুমোদন দিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান? তাহলে কি ইউনুসকে গদিতে বসানোর জন্য সেই সময় প্রধান বিচারপতির স্বাক্ষর জাল করা হয়েছিল?
এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছেন হাসিনার ছেলে। তিনি লিখেছেন, ‘এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এত দিন পর তাদের হেফাজতে থাকা ব্যাক্তিবর্গের তালিকা প্রকাশ করল? খেলা বুঝতে হবে- সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিমকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূস গ্যাং!...’
'...এই মিথ্যা রেফারেন্সে শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনও বিচারপতির সই ছিল না। এবং তারা বিচারপতির বাড়িতে গিয়েছে, এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ আইএসপিআর-এর লিস্ট থেকে দেখা যায়, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানতো না।...'
'...ধন্যবাদ, বাংলাদেশ সেনাবাহিনীকে - তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য! ইউনূস সরকার-এর শপথগ্রহণ অবৈধ কোনও সন্দেহ নেই।'
নিজের এই পোস্টের সঙ্গেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশ করা সংশ্লিষ্ট তালিকাটিও জুড়ে দিয়েছেন সজীব। স্বাভাবিকভাবেই এ নিয়ে নয়া বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি গত প্রায় ১০ মাস ধরে সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশের বর্তমান কেয়ারটেকার সরকারের মাথা আগলে বসে রয়েছেন মহম্মদ ইউনুস?