রাতের জাতীয় সড়কে প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। সেক্ষেত্রে দেখা গিয়েছে ক্লান্তির কারণে চালক ঘুমিয়ে পড়ার কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। এই অবস্থায় চালকদের ঘুম এড়াতে বিশেষ যন্ত্র বসানোর পরামর্শ দিচ্ছে পুলিশ ও পরিবহণ দফতর। পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়িতে এই যন্ত্র বসানোর জন্য আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন: ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার, প্রশিক্ষণ শেষে মিলবে সরাসরি লাইসেন্স
জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব বর্ধমান জেলায় বেশ কয়েকটি পথ দুর্ঘটনা ঘটেছে। তাতে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে গাড়ির চালক ঘুমিয়ে পড়ার ফলে। এই সমস্ত দুর্ঘটনাগুলির ক্ষেত্রে আউশগ্রাম থানা এলাকায় মৃত্যু হয়েছিল এক গাড়ি চালকের। তাছাড়া, খণ্ডঘোষেও দুর্ঘটনার কবলে পড়েছিল ওসির গাড়ি। সেক্ষেত্রে ওসি সহ চারজন গুরুতর আহত হয়েছিলেন। তাতেও ওসির গাড়িচালক ঘুমিয়ে পড়েছিলেন বলে জানা যায়। সেই কারণে পুলিশের তরফে এই বিশেষ যন্ত্র ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধারণত ভিন রাজ্য থেকে অপরাধীদের ধরে গাড়িতে করে জেলায় আনা হয়। এই দীর্ঘ পথ পাড়ি দিতে হয় গাড়ি চালকদের। এই অবস্থায় চালকরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তে পারেন। তাই এই গাড়িগুলিতে বিশেষ যন্ত্র বসানো হয়েছে। তাতে সুফলও পাওয়া গিয়েছে। তাই যাত্রীবাহী এবং পণ্যবাহী গাড়িগুলিতে এই যন্ত্র বসানোর জন্য আবেদন জানাচ্ছে পুলিশ। এর পাশাপাশি আঞ্চলিক পরিবহণ দফতর এই অনুরোধ জানিয়েছে। তবে সেই আবেদনে সাড়া পাওয়া যাচ্ছে না বলেই দাবি আধিকারিকদের।