নৈহাটির পর এবার সামান্য আম পাড়াকে কেন্দ্র করে খুনের অভিযোগ নিউটাউনে। কেন আম পাড়া হচ্ছে? তা নিয়ে দুই ভাইয়ের বিবাদ ভয়ঙ্কর রূপ নিল। দাদার হাতে খুন হলেন ভাই। শনিবার সকালে এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতের নাম সুশান্ত রায়। খুনের অভিযোগে ইতিমধ্যেই তাঁর দাদা প্রশান্ত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আম পাড়া নিয়ে এমন ঘটনায় কার্যত হতবাক স্থানীয় থেকে শুরু করে পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: পানের পিক ফেলায় ১ কিমি পিছু ধাওয়া করে বাইকে ধাক্কা নীলবাতির গাড়ির, মৃত্যু
পুলিশ সূত্রের খবর, সুশান্ত এবং প্রশান্ত দুজনেই নিউটাউনের আনন্দ কিশোরী এলাকার বাসিন্দা। তবে পরিবার নিয়ে দুই ভাই আলাদা থাকেন। প্রশান্তর জমিতে আম গাছ রয়েছে। সেই গাছের আম পাড়া নিয়েই দুই ভাইয়ের বিবাদ শুরু হয়। জানা যায়, সুশান্ত এদিন সকালে ওই গাছে আম পাড়তে গিয়েছিলেন। তাতে আপত্তি জানান প্রশান্ত। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তারপরেই তাঁদের মধ্যে শুরু হয় হাতাহাতি। খবর পেয়ে দুই ভাইয়ের অশান্তি থামাতে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্যরা। অভিযোগ সুশান্তকে বেধড়ক মারধর করতে থাকেন দাদা প্রশান্ত। স্বামীকে বাঁচাতে গিয়ে সুশান্তর স্ত্রীও প্রশান্তের হাতে আক্রান্ত হন। তারই মধ্যে আচমকা ভারী বস্তু নিয়ে সুশান্তর মাথায় সজোরে আঘাত করেন প্রশান্ত। সঙ্গে সঙ্গে সুশান্ত মাটিতে লুটিয়ে পড়েন। ক্রমেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু, চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেনি। ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিতি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রশান্তকে প্রশান্তর দাদাকেও গ্রেফতার করেছে পুলিশ। যদিও শুধুমাত্র আম পাড়া নিয়ে এই বিবাদ? নাকি এর পিছনে সম্পত্তিগত বিবাদ রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, আম পাড়াকে কেন্দ্র করে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় খুনের ঘটনা ঘটল। এর আগে গত ১৬ মে আম পাড়ার সন্দেহে এক কিশোরকে খুনের অভিযোগ উঠেছিল নৈহাটির শিবদাসপুরে। আম বাগানের প্রহরারত এক কর্মীর বিরুদ্ধে ওই কিশোরকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। তারফলে কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। ক্ষুব্ধ স্থানীয়রা আমের গুদামে আগুন ধরিয়ে দেন। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।