আইপিএল ২০২৫-এর ৬৬তম ম্যাচে দিল্লি ক্যাপিটালস (DC)-এর কাছে ছয় উইকেটে পরাজিত হওয়ার পর পঞ্জাব কিংস (PBKS)-এর অধিনায়ক শ্রেয়স আইয়ার স্বীকার করেছেন যে শক্তিশালী স্কোর করেও বল হাতে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি তাঁর দল। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া দিল্লি ২০৭ রানের লক্ষ্যমাত্রা ১৯.৩ ওভারে তাড়া করে জয় ছিনিয়ে নেয়।
ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেন, ‘এই উইকেটে ২০৭ অসাধারণ স্কোর ছিল। উইকেটে কিছুটা ভ্যারিয়েবল বাউন্স ছিল এবং বল সমান গতিতে আসছিল না। কিন্তু আমরা বল হাতে যথেষ্ট শৃঙ্খলাপূর্ণ ছিলাম না।’ উইকেট বিশ্লেষণে সঠিক সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও, আইয়ার মনে করেন তাঁর বোলাররা প্রাথমিক পরিকল্পনা থেকে সরে গিয়েছিলেন।
আরও পড়ুন … ১০০তম শিরোপা জিতলেন নোভাক জকোভিচ! ৩ ঘণ্টা ৫ মিনিটের ফাইনাল, হারালেন পোল্যান্ডের হুবার্ট হুরকাচকে
ম্যাচের পরে শ্রেয়স আইয়ার বলেন, ‘আমরা উইকেট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিই যে স্টাম্পে হার্ড লেংথে বল করব, কিন্তু আমরা উইকেট নেওয়ার চেষ্টায় অতিরিক্তভাবে বাউন্সার করতে গিয়েছিলাম।’ পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার আরও ব্যাখ্যা করে বলেন যে, তাদের আক্রমণাত্মক এই কৌশল বিপরীত প্রভাব ফেলেছিল এমন এক পিচে যেখানে আরও নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল।
আরও পড়ুন … ২৫ বলে ৫৮ রান, রিজভির ব্যাটিং ঝড়ের সামনে ফিকে শ্রেয়স-স্টইনিসের লড়াই! পঞ্জাবকে ৬ উইকেটে হারাল দিল্লি
পঞ্জাব ইতিমধ্যেই প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে, তবে টপ-টু ফিনিশ এখন আর নিশ্চিত নয়। তাদের শুধু জয় নয়, অন্যান্য ম্যাচের ফলাফলও নিজেদের পক্ষে আশা করতে হবে। তবে শ্রেয়স আইয়ার আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে, ‘এই টুর্নামেন্টে সব দলই সমানভাবে প্রতিযোগিতামূলক, তাই ইতিবাচক ও শান্ত থাকা জরুরি। আমরা শক্তিশালী পরিকল্পনা নিয়ে ফিরব।’
আরও পড়ুন … জিম্বাবোয়েকে ইনিংস ও ৪৫ রানে হারিয়ে গিলদের টিম ইন্ডিয়াকে ভয় দেখাচ্ছে স্টোকসের ইংল্যান্ড
পাঞ্জাব কিংস এখন দ্রুত ঘুরে দাঁড়াতে চাইবে এবং লিগ পর্বে ভালোভাবে শেষ করে প্লে-অফে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ টপ-টু স্থানে পৌঁছাতে চেষ্টা করবে।
এদিনের ম্যাচে, দিল্লি ক্যাপিটালসের হয়ে সমীর রিজভি ২৫ বলে অপরাজিত ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ের সুবাদেই দিল্লি ২০৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে নাটকীয় ম্যাচটিতে ছয় উইকেটের জয় নিশ্চিত করে। শনিবার, ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে। এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। ২৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সমীর রিজভি।