ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচে প্রয়াত পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার উদ্দেশ্যে নীরবতা পালনের সময় কান্না আটকাতে পারলেন না জাতীয় দলের দুই ফুটবলার রুবেন নেভেস এবং জোয়াও ক্যানসেলো। তাঁরা দুজনেই ভাবতেই পারছিলেন না, কদিন আগে পর্যন্ত পাশে থাকা বন্ধু সতীর্থ আর এই পৃথীবিতে নেই। আল হিলাল বনাম ফ্লুমিনেন্সের ম্যাচের আগে ফিফার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক মিনিট নীরবতা পালনের। গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারানো জোটার উদ্দেশ্যে ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের সময়ই পর্তুগালের দুই সতীর্থের চোখের জলের বাঁধ ভেঙে যায়।
কোয়ার্টার ফাইনালের ম্যাচে আল হিলাল এবং ফ্লুমিনেন্স মুখোমুখি হয়েছিল ফ্লোরিয়ডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে। সেখানেই তাঁকে স্মরণ করে নীরবতা পালন হয়। পর্তুগালের ফুটবলাররা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যখন দেশে ছিলেন, তখনই কানসেলো এবং নেভেস খেলছিলেন ক্লাব বিশ্বকাপে। কিন্তু বন্ধুর কথা মনে পড়তেই আর চোখের জল থামাতে পারলেন ন তাঁরা।
ম্যাচের আগে আল হিলালের কোচ সিমোনে ইনাঘিও বলেছিলেন যে জোটার অকাল দুর্ঘটনায় প্রাণ হারানো তাঁর পর্তুগালের দুই সতীর্থর ওপর অনেক প্রভাব ফেলেছে। ইনাঘি বলেন, ‘আমরা সবাই জানি দিনটা খুবই খারাপ, কারণ দিয়েগো এবং আন্দ্রের সঙ্গে যা হয়েছে। এমন ঘটনা হওয়ার কথা নয়, যেটা হয়েছে। আমাদের দলে দুজন পর্তুগিজ ফুটবলার রয়েছে কানসেলো এবে নেভেস, তারা দিয়েগোর খুবই ভালো বন্ধু ছিলেন। আজকের দিনটা ওদের জন্য খুব খুব কঠিন। আমরা চেষ্টা করেছি একসঙ্গে থাকার, কিন্তু আজকের দিনটার পরিস্থিতি অন্যান্য দিনের মতো একদমই নয় ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।