স্পেনের জামোরা শহর এলাকায় পর্তুগালের স্ট্রাইকার তথা লিভারপুলের তারকা ফুটবলার দিয়েগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রেস সিলভার গাড়ি দুর্ঘটনায় প্রায় যায়। এই খবর বৃহস্পিতবার প্রকাশ্যে আসার পর থেকেই গোটা ফুটবলবিশ্বের মন খারাপ। কারণ কেউ ভাবতেই পারছেন না, মাত্র কয়েকদিন আগে যে ফুটবলারটি ইপিএল জিতেছেন, নেশন্স লিগ জিতে বিয়ে করেছেন, সেই সুপারস্টারই আর নেই।
আর এই ঘটনার পরই কার্যত মানসিক ভারসাম্য হারানোর অবস্থা হয়েছে তাঁর সদ্য বিবাহিত স্ত্রী রুট কার্ডোজোর। গত মাসের চতুর্থ সপ্তাহেই দিয়েগো জোটার সঙ্গে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন তিনি। হৃদয়বিদারক মূহূর্তের মুখে পড়ে রুটকেই ডাকা হয়েছিল তাঁর স্বামীকে শনাক্ত করার জন্য, কারণ দুর্ঘটনার জেরে আগুনে পুড়ে যায় জোটার গাড়ি, সেই আগুনেই পুড়ে মৃত্যু হয় জোটার। পুলিশ একমাত্র গাড়ির নম্বর প্লেট দেখেই তাঁরা বুঝতে পারেন যে গাড়িতে কারা ছিলেন।
জোটার স্ত্রী কার্ডোজো পুলিশকে জানিয়েছেন, দুই ভাই ঠিক করেছিলেন বেনাভেন্তেতে কিছুদিন ছুটি কাটাতে চেয়েছিলেন তাঁরা। স্যান্টান্ডার থেকে ফেরি করে পোর্তস্মাউথ যাওয়ার কথা ছিল তাঁদের। ঘটনার আকস্মিকতায় জোটার স্ত্রী এতটাই ভেঙে পড়েন, যে তাঁকে মনরোগ বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়া হয়। বেনাভেন্তেতে জোটা এবং তাঁর ভাই না পৌঁছনোয় পুলিশ রিপোর্ট দায়ের করেন পরিবারের আত্মিয়রা, এরপরই বিষয়টি জানা যায় যে গাড়ি তাঁরা দুজন ছিলেন। জুন মাসের ২২ তারিখেই রুটের সঙ্গে নিজের বিয়ের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন জোটা। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।
প্রথমে লিভারপুলের হয়ে ইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর পর্তুগালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের সঙ্গেই তিনি উয়েফা নেশন্স লিগ জিতেছিলেন। লিভারপুলের হয়ে নিজের শেষ গোলটিও করেছিলেন দুর্দান্ত স্টাইলে। সময়টা ভালো যাচ্ছে ভেবেই তিনি এরপর বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু নিয়তির পরিহাসে অকালেই পর্তুগালের এক পরিবার একইসঙ্গে দুই সন্তানকে হারালেন, এক স্ত্রী সদ্য বিবাহিত সন্তানকে হারালেন এক তিন সন্তান একইসঙ্গে বাবাকে হারালেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।