বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > বার্সেলোনাকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ফের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর্সেনাল
পরবর্তী খবর

বার্সেলোনাকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ফের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর্সেনাল

১৮ বছর পর ফের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর্সেনাল (ছবি : REUTERS)

লিসবনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো মহিলা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল আর্সেনাল। স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস ম্যাচের একমাত্র গোলটি করেন, যা আর্সেনালকে ১৮ বছর পর ইউরোপীয় গৌরব এনে দিল।

লিসবনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো মহিলা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল আর্সেনাল। স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস ম্যাচের একমাত্র গোলটি করেন, যা আর্সেনালকে ১৮ বছর পর ইউরোপীয় গৌরব এনে দিল।

শনিবার লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে বেথ মিডের পাস থেকে ৭৫তম মিনিটে গোল করেন ব্ল্যাকস্টেনিয়াস। আর এই গোলের পরেই ইতিহাস গড়ে ফেলে আর্সেনাল।

২০০৭ সালে প্রথমবার মহিলা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার পর আবার এই ট্রফি জিতল আর্সেনাল। তারাই এখনও পর্যন্ত একমাত্র ইংলিশ ক্লাব যারা মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্সেনালের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেন এবং গ্যালারির লাল-সাদা অংশে দৌড়ে যান উদযাপন করতে, যেখানে বার্সেলোনার বার্গান্ডি-নীল সমর্থকদের ভিড় ছিল বেশি।

আর্সেনাল স্ট্রাইকার আলেসিয়া রুসো বলেন, ‘আমরা শুরু থেকেই বিশ্বাস করেছিলাম। আমাদের সামর্থ্য ছিল, শুধু সেটাকে কাজে লাগানো ছিল প্রশ্ন। আর আমরা সেটা করে দেখিয়েছি!’

এই ম্যাচে বার্সেলোনা ছিল পরিষ্কার ফেভারিট। তারা গত পাঁচ বছরে চতুর্থ শিরোপার লক্ষ্যে খেলছিল এবং লিঁও ছাড়া আর কোনও দল টানা তিনবার এই শিরোপা জেতেনি। দুইবারের ব্যালন ডি’অরজয়ী আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেলাসের নেতৃত্বে দলটি নকআউটে উলফসবার্গ ও ইংলিশ চ্যাম্পিয়ন চেলসিকে উড়িয়ে দিয়েছিল।

কিন্তু আর্সেনাল দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শুরু বাদ দিলে এবং সেরা সুযোগগুলো তৈরি করে। বার্সেলোনা গোলকিপার কাটা কোলের দুটি অসাধারণ সেভ ফ্রিদা মানুম ও ব্ল্যাকস্টেনিয়াসকে বাঁচিয়ে দেন, শেষমেশ ব্ল্যাকস্টেনিয়াস জাল খুঁজে নেন।

আরও পড়ুন … এই ইনিংস আত্মবিশ্বাস দেবে… ২৫ বলে অপরাজিত ৫৮ রান, ম্যাচের সেরা হয়ে কী বললেন DC-র সমীর রিজভি?

আর্সেনালের জন্য এটি ছিল একটি রূপকথার মত সমাপ্তি। মরশুমে কোচ ইয়োনাস আইডেভাল পদত্যাগ করেন এবং সহকারী কোচ রেনে সেগলার্স দায়িত্ব নেন। তাঁর অধীনে ইউরোপে দুর্দান্ত পথচলা শুরু করে দলটি। রিয়াল মাদ্রিদ ও আটবারের চ্যাম্পিয়ন লিঁও-র বিরুদ্ধে পিছিয়ে পড়ে ফিরে আসার জয়েই আত্মবিশ্বাস তৈরি হয়। আর সেখান থেকেই এ দিনের এই ঐতিহাসিক জয়।

স্টেডিয়ামে বার্সেলোনার সমর্থকরাই ছিল সংখ্যাগরিষ্ঠ। তবে শেষ দিকে তাদের চিৎকারও ম্যাচ ঘোরাতে পারেনি। বার্সার সবচেয়ে কাছাকাছি গোলের সুযোগ ছিল ক্লাউডিয়া পিনার শট, যা দ্বিতীয়ার্ধের শুরুতে বার কাঁপিয়ে ফিরে আসে। এরপর আর বার্সা ছন্দে ফিরতে পারেনি। ম্যাচের পরে বার্সেলোনার আইতানা বোনমাতি বলেন, ‘আমরা আমাদের সব সমর্থকদের কাছে দুঃখিত। যারা আমাদের সমর্থন করতে এসেছে। আমরা আবার চেষ্টার প্রতিশ্রুতি দিচ্ছি।’

আরও পড়ুন … কেন DC প্লে-অফে উঠতে পারল না? IPL 2025-এ নিজেদের শেষ ম্যাচে PBKS-কে হারিয়ে কারণ ব্যাখ্যা করলেন ফ্যাফ

আর্সেনাল এই ম্য়াচের শুরুতে কিছুটা নার্ভাস ছিল, তবে দ্রুতই ঘুরে দাঁড়ায়। তাদের প্রেসিং খেলার ছন্দ কেড়ে নেয় বার্সেলোনার। বাঁ দিক দিয়ে লং পাসে আক্রমণ চালিয়ে যায় আর্সেনাল। ইংল্যান্ডের রুসো পুরো ম্যাচে দলকে সামনে নিয়ে যান, শারীরিক শক্তি দিয়ে বল ধরে রেখে আক্রমণ সচল রাখেন।

২২তম মিনিটে আর্সেনাল গোল পেয়েছিল মনে হলেও, ভিএআরের পর অফসাইডের কারণে বাতিল হয়। মানুমের লং শট ২৭ মিনিটে দুর্দান্তভাবে রক্ষা করেন কাটা কোল। বোনমাতিই একমাত্র বার্সা খেলোয়াড় যিনি প্রথমার্ধে ছন্দে ছিলেন। তাঁর ড্রিবল আর্সেনালকে চাপে ফেলে। তবে লিয়া উইলিয়ামসন তাঁর একটি শট ব্লক করে দেন।

আরও পড়ুন … ২০৬ করেও হার! দোষ কার? কী বললেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার?

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা আক্রমণে ঝড় তোলে। পিনার চিপ শট বারে লাগে, বোনমাতির শট বাঁচান গোলকিপার দাফনে ভ্যান ডমসেলার, ওনা বাতিয়ে তিনটি লং রেঞ্জ শট নেন। ৭২তম মিনিটে ব্ল্যাকস্টেনিয়াস কাটা কোলকে একা পেয়ে যান, তবে গোলকিপার পা বাড়িয়ে রক্ষা করেন। তবে দ্বিতীয়বার তিনি থামাতে পারেননি ব্ল্যাকস্টেনিয়াসকে, যিনি অবশেষে ম্যাচে পার্থক্য গড়ে দেন। এই জয় দিয়ে আর্সেনাল প্রমাণ করল, তারা ইউরোপের সেরা। এবং বহু বছর পর আবারও শীর্ষে ফিরে এসেছে।

Latest News

বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর ফের মহিলা চ্যাম্পিয়ন্স লিগ জিতল আর্সেনাল নীতি আয়োগ:PMর কাছে HPর আর্জি তুরস্কের আপেলে ব্যান, জল নিয়ে পঞ্জাব CM চাইলেন… এই ইনিংস আত্মবিশ্বাস দেবে… ২৫ বলে ৫৮ রান, ম্যাচের সেরা হয়ে কী বললেন সমীর রিজভি? ফাটা গোড়ালি নিয়ে বড় ঝামেলায়? ঘরোয়া ৫ টিপসেই মিলিয়ে যাবে একদম কেন DC প্লেঅফে উঠতে পারল না? IPL 2025-এ PBKS-কে হারিয়ে কারণ ব্যাখ্যা করলেন ফ্যাফ ‘হিংসুটে’ রেখার কাণ্ড ফাঁস মৌসুমী চট্টোপাধ্যায়ের! দাবি, ‘আমায় দেখলেই মুখটা…’ জরুরি ভিত্তিতে সংস্কারের প্রয়োজন, KMC-র কাছে আবেদন লা মার্টিনিয়ার কর্তৃপক্ষের ‘মায়ের যত্ন থেকে বঞ্চিত করা হয়েছে শিশুকে’ স্ত্রীকে খুনে স্বামীর সাজা বহাল আম পাড়া নিয়ে বিবাদকে কেন্দ্র ভয়ঙ্কর ঘটনা! নিউটাউনে দাদার হাতে খুন হলেন ভাই ২০৬ করেও হার! দোষ কার? কী বললেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার?

Latest sports News in Bangla

জকোভিচের ১০০তম শিরোপা জয়! ৩ ঘণ্টা ৫ মিনিটের ফাইনালে হারালেন হুবার্ট হুরকাচকে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যামে নাম লেখালেন ভারতীয় ফুটবলার রাহুল কেপি ৫ নয়, CFL-এ চাই ৯ ভূমিপুত্র! দাবি তুলে IFA-র সামনে বিক্ষোভ বাংলাপক্ষের! পোল্যান্ডে ছন্দপতন, শেষ প্রচেষ্টায় ৮৪.১৪ মিটার ছুড়ে দ্বিতীয় স্থান দখল নীরজের ইউরোপা লিগের ফাইনালে হতাশ করা ফুটবল! হারের পর ব্রুনো বললেন, ‘দল ছাড়তে রাজি আছি’ ১০০ কোটির নীচে কথা নেই! ইউরোপা লিগের ফাইনালে ম্যান ইউকে হারিয়ে কত পেল টটেনহ্যাম? ‘ক্লাব বললে আমি কাল দায়িত্ব ছেড়ে দেব’! ইউরোপা লিগ ফাইনালে হারের পর বললেন আমোরিম ফরাসি ওপেনের মূল পর্বেই উঠতে পারলেন না নাগাল, বিদায় যোগ্যতা অর্জন পর্ব থেকেই শ্রাচী গ্রুপের সঙ্গে মহমেডানের দ্বন্দ্ব চরমে! দলগঠন নিয়ে সংশয় অব্যাহত ২ মাসে ৪ প্রতিযোগিতায় খেলবে মোহনবাগান! রয়েছে ISL, AFC! সঙ্গে ২ নক-আউট কাপও

IPL 2025 News in Bangla

এই ইনিংস আত্মবিশ্বাস দেবে… ২৫ বলে ৫৮ রান, ম্যাচের সেরা হয়ে কী বললেন সমীর রিজভি? কেন DC প্লেঅফে উঠতে পারল না? IPL 2025-এ PBKS-কে হারিয়ে কারণ ব্যাখ্যা করলেন ফ্যাফ ২০৬ করেও হার! দোষ কার? কী বললেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার? PBKS হেরে GT, RCB-কে স্বস্তি দিল, খুশি MI-ও, শেষ রাউন্ডেই ঠিক হবে প্রথম, দ্বিতীয় রিজভির ব্যাটিং ঝড়ের কাছে ফিকে শ্রেয়স-স্টইনিসের লড়াই! PBKS-কে ৬ উইকেটে হারাল DC DC-র বিরুদ্ধে আরও একটি হাফসেঞ্চুরি, IPL 2025-এ ফুল ফোটাচ্ছেন, তবু ব্রাত্য শ্রেয়স RCB vs SRH ম্যাচে বিরাটের হেলমেটে বল লাগতেই উদ্বিগ্ন অনুষ্কা! কী করলেন ভয় পেয়ে? দোষ একই, অথচ আলাদা শাস্তি পেলেন RCB এবং SRH অধিনায়ক, কামিন্স পেলেন অর্ধেক শাস্তি IPL বিধি ভঙ্গের জন্য শাস্তির মুখে বিশ্বকাপজয়ী অধিনায়ক! বাদ গেলেন না রজত পতিদারও SRH-র বিরুদ্ধে বিরাটের ইনিংসে মুগ্ধ বীরু! টেস্ট অবসরের কারণ নিয়ে জল্পনা বাড়ালেন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.