Vaibhav Suryavanshi: বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমে ফের রেকর্ড বুকে নাম তুলল বৈভব সূর্যবংশী Updated: 21 Dec 2024, 11:25 PM IST Subhajit Guha Roy নভেম্বরে IPL অকশনে কোটি টাকা দাম হাঁকিয়ে শিরোনামে উঠে এসেছিল বৈভব সূর্যবংশী। এবার আরও একবার নিজের নাম রেকর্ড বুকে তুলল এই ১৩ বছরের বিহারের ক্রিকেটার। এবার বিজয় হাজারে ট্রফিতে নজির গড়ল সে।