Imran Khan: ২২ বছরের লড়াইয়ে শূন্য থেকে উঠে এসে প্রধানমন্ত্রী, ৩ বছরেই গদিচ্যুত! একনজরে ইমরানের উত্থান-পতন
Updated: 10 Apr 2022, 07:14 AM IST Abhijit Chowdhury 10 Apr 2022 imran khan, imran khan news, imran khan rise and fall, imran khan political journey, imran khan no confidence motion, ইমরান খান, ইমরান খানের রাজনৈতিক যাত্রা, ইমরান খানের উত্থান পতন, পাকিস্তান, পাকিস্তান তেহরিক ই ইনসাফ, paksitan, paksitan tehrik-i-insafবিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার অধিনায়ক হিসেবে নিজের দেশকে জিতিয়েছিলেন বিশ্বকাপের ট্রফি। ১৯৯২ সালের সেই বিশ্বকাপের কয়েক বছর পরই নিজের রাজনৈতিক দল চালু করেছিলেন ইমরান খান। দীর্ঘ লড়াইয়ের পর ২০১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন লাহোরজাত এই প্রাক্তন ক্রিকেটার। তবে পাকিস্তানের ‘ঐতিহ্য’ বজায় রেখে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঁচবছর পূর্ণ হওয়ার আগেই ইমরানকে ছাড়তে হল গদি। জানুন ইমরানের রাজনৈতিক উত্থান ও পতনের কাহিনী।
পরবর্তী ফটো গ্যালারি