‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার ভূমিকার কথা বারবার সামনে আসছিল। পুরো অপারেশনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল ভারতীয় নৌসেনা। কিন্তু নৌবাহিনীর ভূমিকা নিয়ে এতদিন সেভাবে কিছু জানানো হয়নি। আর রবিবার সন্ধ্যায় নৌসেনার ভূমিকার প্রসঙ্গে ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ স্পষ্টভাবে জানালেন, আরব সাগরে ভারতীয় নৌসেনাকে যেভাবে মোতায়েন করা হয়েছিল, তাতে কুঁকড়ে থাকতে বাধ্য হয়েছিল পাকিস্তান। যে কোনও যুদ্ধকালীন পরিস্থিতির জন্য যে ভারতীয় নৌসেনা প্রস্তুত আছে, সেটা বুঝতে পেরেই পাকিস্তানের নৌবাহিনী ও বায়ুসেনা কার্যত লেজ গুটিয়ে ছিল বলে স্পষ্টভাবে জানিয়েছেন নৌসেনার ভাইস অ্যাডমিরাল প্রমোদ। সেইসঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে করাচি বন্দরেও প্রত্যাঘাত করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল ভারতীয় নৌসেনা।
আরও পড়ুন: একাধিক পাকিস্তানি যুদ্ধবিমানকে ‘মেরে দিল’ ভারত, বলল 'আমাদের সব পাইলট ঘরে ফিরেছে’
রণতরী, সাবমেরিন থেকে বিমান- প্রস্তুত আছে ভারতীয় নৌসেনা
আর তিনি সেই কথাগুলো বলেছেন 'অপারেশন সিঁদুর' নিয়ে ভারতীয় সামরিক বাহিনীর সাংবাদিক বৈঠকে। তিনি জানান, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই ভারতীয় নৌসেনার রণতরী, সাবমেরিন, বিভিন্ন বাহিনী, বিমানকে পুরোদমে যুদ্ধকালীন প্রস্তুতির সঙ্গে মোতায়েন করে দেওয়া হয়। জঙ্গি হামলার ৯৬ ঘণ্টার মধ্যেই আরব সাগরে একাধিক অস্ত্র নিক্ষেপ করে নিজেদের প্রস্তুতি এবং কৌশলও ঝালাই করে নেয়।
আরও পড়ুন: 'পুরো পাকিস্তানকে ধ্বংস করতে হবে, বদলা নেব বাবার', একরাশ রাগ শহিদ জওয়ানের মেয়ের
করাচিতেও হামলা চালাতে প্রস্তুতি ছিল ভারত
সেইসব দেখেই লেজ গুটিয়ে পাকিস্তান বসে থাকতে বাধ্য হয়েছিল। ভাইস অ্যাডমিরাল প্রমোদ জানান, উত্তর আরব সাগরে পুরোপুরি তৈরি ছিল ভারতীয় নৌসেনা। প্রয়োজনে করাচি-সহ স্থলভাগ এবং জলভাগের যে কোনও জায়গায় নিশানা করতেও তৈরি ছিল। সেই পরিস্থিতিতে মূলত নিজেদের বন্দর এলাকা অথবা উপকূলের খুব কাছে অবস্থান করছিল পাকিস্তান। সাহস করে এগিয়ে আসতে পারেনি বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভাইস অ্যাডমিরাল প্রমোদ।
আরও পড়ুন: 'ওরা গুলি চালালে আমরা গোলা ছুড়ব', মোদীর নির্দেশের পরে ‘নরকের আগুনে’ পুড়ল পাকিস্তান
'পাকিস্তান জানে যে আমরা কী করব’, সাফ কথা ভারতের
আর এখন খাতায়কলমে সংঘর্ষবিরতি চুক্তি হলেও যেন এটা না ভেবে নেওয়া হয় যে ভারতীয় নৌসেনার মধ্যে কিছুটা গা-ছাড়া ভাব চলে এসেছে, সে বিষয়েও পাকিস্তানকে সতর্ক করে দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার সাংবাদিক বৈঠকে অত্যন্ত কড়া এবং পরিমিত ভাষায় ডিরেক্টর জেনারেল অফ নেভাল অপারেশনস ভাইস অ্যাডমিরাল প্রমোদ বলেছেন, ‘এবার যদি পাকিস্তান যদি সামরিক পদক্ষেপের সাহসও দেখায়, তাহলে পাকিস্তান জানে যে আমরা কী করব।’