রাহুল গান্ধীর পোস্টের জবাব দিতে গিয়ে বিজেপির তরফে সম্বিত পাত্র বলেন,' কংগ্রেস যে ধরনের ছলনামূলক রাজনীতিতে লিপ্ত হয়েছে, বিশেষ করে রাহুল গান্ধী.. তা দুর্ভাগ্যজনক।'
মনমোহন সিংয়ের শেষকৃত্য ঘিরে সদ্য কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। এক এক্স পোস্টে তিনি নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য হওয়ার ঘটনা নিয়ে লেখেন,'আজ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করে বর্তমান সরকার ডাঃ মনমোহন সিং জিকে সম্পূর্ণভাবে অপমান করা হয়েছে।' বিষয়টি নিয়ে রাহুলের পোস্টের পরই আসে বিজেপির বার্তা। বিজেপির দাবি, রাগুল গান্ধী এই পোস্ট করে, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুর রাজনীতিকরণ করছেন।’
রাহুল গান্ধীর পোস্টের জবাব দিতে গিয়ে বিজেপির তরফে সম্বিত পাত্র বলেন,' কংগ্রেস যে ধরনের ছলনামূলক রাজনীতিতে লিপ্ত হয়েছে, বিশেষ করে রাহুল গান্ধী.. তা দুর্ভাগ্যজনক। মাত্র এক ঘন্টা আগে, রাহুল গান্ধী নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য পরিচালনা করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অসম্মান করার অভিযোগ তুলে টুইট করেছিলেন। শোকের দিনে, আমি বিশ্বাস করি কংগ্রেসের এই ধরনের রাজনীতি থেকে বিরত থাকা উচিত ছিল।' প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য যেভাবে সম্পন্ন হয়েছিল তার জন্য কংগ্রেসের সাংসদ তথা লোকসবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মোদী সরকারের নিন্দা করেন। রাহুলের এই নিন্দা বার্তার পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি পাল্টা পোস্ট করে রাহুলের বিরুদ্ধে তোপ দাগে। উল্লেখ্য, বহু সম.ই মনমোহন সিংকে ‘মেন্টর’ বলে উল্লেখ করতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। সেই রাহুল গান্ধী এদিন নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে একটি পোস্ট করেন।
এর আগে রাহুল গান্ধী তাঁর পোস্টে লেখেন, ‘ভারতের মহান পুত্র এবং শিখ সম্প্রদায়ের প্রথম প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং জিকে আজ নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন করে বর্তমান সরকার সম্পূর্ণভাবে অপমান করেছে।’ বর্তমানে যিনি এনডিএ শাসনের কট্টর সমালোচক রাহুল গান্ধী, যুক্তি দিয়েছিলেন যে মনমোহন সিং, যিনি এক দশক ধরে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সর্বোচ্চ সম্মানের যোগ্য। রাহুল তাঁর পোস্টে লেখেন,' আজ অবধি, সমস্ত প্রাক্তন প্রধানমন্ত্রীর মর্যাদাকে সম্মান জানিয়ে, তাঁদের শেষকৃত্য অনুমোদিত সমাধিস্থলে সঞ্চালিত হয়েছিল যাতে প্রত্যেক ব্যক্তি কোনও অসুবিধা ছাড়াই শেষ দর্শন এবং শ্রদ্ধা জানাতে পারে। ডঃ মনমোহন সিংয়ের আমাদের সর্বোচ্চ সম্মান এবং একটি স্মারক প্রাপ্য। সরকারের উচিত ছিল দেশের এই মহান সন্তান ও তার গর্বিত সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা।' উল্লেখ্য, নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্যকে কংগ্রেস, ‘ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রীকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হয়েছে’ বলে উল্লেখ করেছে।