Rishi carries Raha in his arms photo: একটি ছবি সম্প্রতি আগুনের মতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বর্গীয়া দাদু ঋষি কাপুরের কোলে রাহাকে ছবি দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেক নেটিজেন। সোনি রাজদান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মন ভালো করা ছবি শেয়ার করেছেন।
প্রয়াত ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা
গত ডিসেম্বরে ক্রিসমাসের দিনই প্রথমবার সকলের সামনে রাহাকে এনেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ২০২২ সালে রালিয়ার কোল আলো করে আসে একরত্তি। কাপুর এবং ভাট পরিবারের সকলের চোখের মণি ছোট্ট রাহা। ঠাকুরদা রাজ কাপুরের মতো তাঁর নীল চোখ। রাহাকে প্রথম ঝলক দেখলেই কারও চোখ সরবে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে একরত্তি।
ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা
একটি ছবি সম্প্রতি আগুনের মতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বর্গীয় দাদু ঋষি কাপুরের কোলে রাহাকে ছবি দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেক নেটিজেন। সোনি রাজদান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মন ভালো করা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে প্রয়াত ঋষি কপুর একটি শিশুকে কোলে ধরে আছেন। আদতে এই ছবি এক ভক্তের এডিট করা। রাহা কাপুরের মুখের সঙ্গে ডিজিটালি এডিটও করা হয়েছে ছবিটি। সোনি আদর করে লিখেছেন, 'এটা এত ভালো এডিটিং যে আমাদের মন আনন্দে ভরিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ।’ আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হতে চান? ‘ছবিটা দেখার পর..’, কঙ্গনার জবাব শুনলে চমকে উঠবেন
সোনি তাঁর ইনস্টা স্টোরিতে মেয়ে আলিয়া ভাট এবং রণবীর কপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনিকেও ট্যাগ করেছেন। ছবিতে নীল রঙের টি-শার্ট পরে রয়েছেন ঋষি কাপুর। তাঁর কোলে দেখা মিলেছে ছোট্ট রাহার। খুদের মাথায় রুপোলি রঙের ক্রাউন। সোনি রাজদানের ইনস্টা স্টোরি রিপোস্ট করে ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরও এডিটিং-এর প্রশংসা করেছেন। সেই ছবিই সোশ্যাল ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।