করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৫ (২০২১)-এ ভাগ নেওয়ার পর থেকেই, জমিয়ে প্রেমটা করছেন। সঙ্গে এই জুটি রয়েছেন ক্রমাগত চর্চায়। কখনো তাঁদের বাগদানের খবর রটে, কখনো ব্রেকআপের, কখনো আবার লিভ ইন করার। তবে এবার বুধবার সকালে, তাঁদের সম্পর্ক নিয়ে মাতামাতি-তে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল করণ কুন্দ্রাকে।
করণ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক ইউটিউব ভিডিয়োর স্ক্রিনশট শেয়ার করেছেন, যা তেজস্বীর সাথে তাঁর সম্পর্ককে কাঁটাছেড়া করে বানানো হয়েছে। একটি ভিডিয়োতে দাবি করা হয় যে, করণ-তেজস্বীর প্রেম নিয়ে আছে ‘ধোঁয়াশা’, তো আরেকটিতে দাবি করা হয়েছে, দুজন একে অপরকে মৌখিকভাবে গালিগালাজ করছেন। আর এসবের সমালোচনা করে করণ কুন্দ্রা লেখেন, ‘থোড়া অউর পয়সা লাগাও মেরে শুভ চিন্তকো... ডাল গল নেহি রহি তুমহারি (আরও কিছু টাকা খরচ করুন আমার শুভাকাঙ্ক্ষীরা, এটা স্পষ্টতই এখনও কাজ করছে না)...’

এক ভক্ত করণের প্রতিক্রিয়া শেয়ার করতে এক্সে লিখেছেন, ‘সুতরাং করণ কুন্দ্রা এতদিন পর মিডিয়ার ভুলভাল রিপোর্টিংয়ে প্রতিবাদ জানাল। আমি জানি ওরা অনেকদিন ধরে সহ্য করে আসছে। কারণ জল এখন মাথার উপর দিয়ে চলে গিয়েছে। এখন সময় উপযুক্ত জবাব দেওয়ার। আপ আমি খুশি ওঁ এটা করেছেন। এটা দরকার ছিল।’
আর এই টুইটে জবাব দিয়ে করণ লিখলেন, ‘একটা ছোট্ট ভুল সংশোধন। এগুলো মিডিয়া পেজ নয়। এরা টাকার জন্য এসব করে।’
সলমন খানের রিয়েলিটি শো বিগ বস ১৫-তে (২০২১-২২) হাজির হওয়ার পর থেকেই তেজস্বী ও করণ একসঙ্গে রয়েছেন। রিয়েলিটি শোতে একে অপরের প্রতি তাঁদের ভালবাসার কথা স্বীকার করার পর থেকেই তাদের বিয়ে এবং বাগদান ঘিরে জল্পনা চলছে। সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় প্রাইম ভিডিয়োর 'দ্য ট্রেইটর্স' নামে একটি রিয়েলিটি শোতে দেখা গিয়েছে করণকে। যদিও তৃতীয় এপিসোডেই তাঁকে এলিমিনেট করা হয়।
একইসঙ্গে কালার্সের সেলেব্রিটি মাস্টার শেফেও দেখা গিয়েছিল করণ কুন্দ্রাকে।