বর্তমানে বেশ আলোচনায় আছে স্টার জলসার চিরসখা ধারাবাহিক। টিআরপিও বেশ ভালোই আসছে। কমলিনীর ‘সতীন’ সোহিনীর চরিত্র নিয়েও কম আলোচনা হচ্ছে না। যেই ভূমিকায়দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালের একসময়ের পরিচিত মুখ স্বর্ণকমল দত্তকে। তবে ধারাবাহিকের মতোই, স্বর্ণকমলের ব্যক্তিজীবনেও ঝড়। ভাঙতে চলেছে ১৫ বছরের দাম্পত্য জীবন।
স্বর্ণকমলের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী মারধর করত তাঁকে। কয়েকমাস আলাপের পরেই, নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত। স্বামীর নাম সুদীপ্ত ঘটক। অভিনেত্রী সম্প্রতি আনন্দবাজারের কাছে দাবি করেন যে, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, নোংরা ভাষায় আক্রমণ, সহ্য করে এসেছেন এতদিন। তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন ঘুরে দাঁড়ানোর।
স্বর্ণকমলের মেয়েও কিশোরী, সে নবম শ্রেণির ছাত্রী। মাকে এভাবে নির্যাতিত হতে দেখতে পারছে না আর সে-ও। চিরসখার সোহিনী জানালেন, ‘মেয়ের যখন বয়স পাঁচ মাস, তখন আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন শাশুড়ি মা। আমি তাও চেষ্টা করেছিলাম কষ্ট করে মানিয়ে নিয়ে থাকার। আমার বাবার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। আমি চেষ্টাও করেছিলাম সংসার বাঁচানোর। এখন মেয়ে বলছ, এই অশান্তি সহ্য করার থেকে, বাবা না থাকা ভালো।’
সোহিনী জানান, চলতি বছরের জানুয়ারি মাসে ফের একবার স্বমীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের খবর পান। তারপর থেকে ফের অকথ্য অত্যাচার। নিজে থেকে যাতে তিনি ডিভোর্স দেন, তার জন্য নির্যাতন। স্বর্ণকমল বললেন, ‘এত অত্যাচারিত হয়েছি, মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। গত ৬ মাস কথা বলার মতো অবস্থাতেও ছিলাম না। এখন আমার উপর চাপ সৃষ্টি করছেন স্বামী, যাতে আমি বিনা প্রতিবাদে বিবাহবিচ্ছেদ দেই। কিন্তু এমন বাজে মানুষকে সহজে ছাড়তে রাজি নই আমি।’
তবে এবার নিজের জীবনকে নতুন করে গোছাতে চাইছেন স্বর্ণকমল। জানালেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকবেন যে, তাঁকে এই অবস্থায় কাজ দিয়েছেন তাঁরা চিরসখা ধারাবাহিকে। মেয়ের কোনো খরচই তোলেন না স্বামী। সবটাই তাঁকে নিজেকে করতে হয়। ফলে যতই ব্যক্তিগত জীবনে ঝড় উঠুক, কাজ তো করতেই হবে।