মা হওয়ার পর প্রথম জন্মদিন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের। বলাই বাহুল্য, ‘বাচ্চা বউ’য়ের জন্মদিন সারপ্রাইজে ভরিয়ে দিলেন স্বামী কাঞ্চন মল্লিক। দুপুরের খাবার থেকে বিকেলের পার্টি, জন্মদিনের প্রতিটা আপডেট শ্রীময়ী শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আর এবারে দিলেন জন্মদিনের ঠিক রাত ১২টায় কৃষভিকে পাশে নিয়ে কেক কাটার সেই বিশেষ মুহূর্তটি।
দেখা গেল, ঘরের পোশাকেই রয়েছেন শ্রীময়ী। মাথায় বার্থ ডে ক্যাপ। তখনও ঘুমোয়নি কৃষভি। মেয়েকে কোলে নিয়েই অভিনেত্রী কাটলেন কেক। আর পাশে কাঞ্চন। শ্রীময়ী কেক কাটার পরেই, তা কাঞ্চন আদর করে তুলে দিলেন বউয়ের মুখে। ছুঁইয়ে দিলেন ছোট্ট কৃষভির মুখেও। এরপর শ্রীময়ী জন্মদিনের কেক খাওয়ান কাঞ্চনকে। তবে এই ভিডিয়োর বিশেষ ব্যাপারটা হল, কৃষভির নাচ। দেখা গেল, ক্রমাগত নাচ করে চলেছে ৭ মাসের খুদে।
দেখুন সেই ভিডিয়ো-
জন্মদিনের দিন রাতে বেশ বড় করে বার্থ ডে সেলিব্রেশনও হয়। শ্রীময়ী সেদিন পরেছিলেন কালো রঙের ওয়ান শোল্ডার গাউন। কাঞ্চনের নীল শার্ট আর কালো প্যান্ট। কৃষভির গায়ে লাল রঙের ফ্রক। সামনে সাজানো হরেকরকমের কেক। বেশ আদুরে মুহূর্তেও ধরা দিয়েছেন দম্পতি এই পোস্টে। যদিও তা চুমু না কেক খাওয়ানো, তা বোঝা যায়নি সঠিকভাবে। তবে ছবিটা নিঃসন্দেহে মিষ্টি। শ্রীময়ীর বার্থ ডে পার্টিতে আগত অতিথিদেরও দেখা মেলে।
শ্রীময়ী তাঁর জন্মদিনের বিশেষ মুহূর্তগুলি শেয়ার করে লিখেছেন, ‘এতগুলো বছরে একবারও এত সুন্দর করে আমার জন্মদিন পালন করিনি আমি। প্রথমত, আমি কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, ২৯ এবং ৩০ তারিখের শেষ দুই দিনে সে আমাকে যে চমক দিয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। আমি সত্যিই অবাক। এবং আমি আমার বন্ধুবান্ধব এবং পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, তাদের ছাড়া আমার জন্মদিন এত বিশেষ হত না, এবং যারা আমাকে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’ এখানেই শেষ নয়, এই পোস্টের শেষে কাঞ্চনের উদ্দেশে শ্রীময়ীর বার্তা, ‘কাঞ্চন মল্লিক তোমাকে ছাড়া আমি আমার জীবন এত সুন্দরভাবে কাটাতে পারতাম না।’
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তৃতীয় বিয়ে করেনকাঞ্চন মল্লিক দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়েটা। আর বিয়ের ঠিক সাড়ে আট মাসের মাথায়, জন্ম হয় কৃষভির। প্রেগন্যান্সির খবর ঘুণাক্ষরেও সামনে আসতে দেননি তাঁরা।