খুশি মুখোপাধ্যায় আজকাল সোশ্যাল মিডিয়ার অন্যতম হট টপিক হয়ে দাঁড়িয়েছেন। বিশেষ করে অন্তর্বাস ছাড়া তাঁর সেই ভিডিয়ো সামনে আসার পর থেকে। সাহসী পোশাকের কারণে বেশ ট্রোল হচ্ছেন এই বাঙালি কন্যে। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা যায়, খুশি মুখোপাধ্যায় সোনালি হাই স্লিট ড্রেস পরে পাপারাৎজিদের সামনে পোজ দিচ্ছিলেন, সেই সময় এক ব্যক্তি পিছন থেকে বেরিয়ে এসে বলেন, 'এ তো চাড্ডিই পরেনি'!
এরপর থেকেই বেশ আলোচনায় এই খুশি মুখোপাধ্যায়। এবার যেন ট্রোলারদের মুখ বন্ধ করতেই, উঠেপড়ে লাগলেন বাঙালি কন্যেটি। খুশি যে ভিডিয়োটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে লাল স্যুট পরে আছেন তিনি। আর তিনি হনুমান চল্লিশা পড়ছেন। ভিডিয়োর শুরুতেই খুশি বললেন, ‘আমি খুশি মুখোপাধ্যায়। আজকের ভিডিয়োতে... আমি জানি কিছু মানুষ এখনও ট্রোল করবে, খারাপ কথা বলবে... আমি আপনাদেরকে বলতে চাই যে, আমি আমার সাংস্কৃতিক শিকড় জানি।’
খুশি এই ভিডিয়োতে বলেছেন যে, তিনি একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে বড় হয়েছেন, তাই তিনি সবকিছু সম্পর্কেই একটু হলেও জ্ঞান রাখেন। তিনি বলেন যে, তিনি হনুমান চল্লিশা পড়তে চান। এর পরে, খুশি হনুমান চল্লিশার অডিও বাজান এবং নিজেও হনুমান চল্লিশা পড়তে শুরু করে।
ট্রোলে কী জবাব দিলেন খুশি মুখোপাধ্যায়? ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি বোল্ড পোশাক পরি তার মানে এই নয় যে আমি আমার সাংস্কৃতিক পটভূমি ভুলে গিয়েছি। আমি একজন গর্বিত বাঙালি ব্রাহ্মণ। এবং আমি জানি যে হনুমান চল্লিশা পড়ার পরেও, কিছু তথাকথিত প্রভাবশালী/ অভিনেতাদের দ্বারা আমাকে টার্গেট করা হবে এবং ট্রোল করা হবে। তবে এটা আমার সমর্থকদের জন্য।’