৫৯ বছর বয়সে এসে মেট গালায় অভিষেক হল শাহরুখ খানের। এদিন তিনি এও জানিয়ে দেন যে হয়তো এটাই তাঁর শেষ মেট গালা। এদিন রাজদণ্ড হাতে কালো স্যুটে ভক্তদের ঘুম উড়িয়েছেন কিং খান। কিন্তু জানেন কি এদিন শাহরুখের হাতে থাকা ঘড়িটির দাম কত?
শাহরুখের হাতের ঘড়ি
শাহরুখ খানের হাতে এদিন যে ঘড়িটি ছিল সেটা রোজ গোল্ড প্যাটেক ফিলিপ গ্র্যান্ড কমপ্লিকেশন মিনিট রিপিটার উইথ ওপেন ডায়াল। এই আইকনিক সুইস ব্র্যান্ডের ঘড়িটির দাম গুগলে সার্চ করতে চক্ষু চড়কগাছ। তথ্য অনুযায়ী এটির দাম ২.৫ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মূল্যে এটির দাম প্রায় ৮ কোটি ৪৩ লাখ টাকা!
কেবল ঘড়ি নয়, এদিন শাহরুখের পরনে সোনা, হীরে, নীলা সহ একাধিক দামী ধাতু এবং পাথর ছিল। মেট গালায় অভিষেকের দিন শাহরুখ খান পরেছিলেন সব্যসাচীর ডিজাইন করা পোশাক। তাঁর পরনে ছিল মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে ছিল জাপানিজ হর্নের বোতাম। পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী। সব্যসাচীর উদ্দেশ্যে এদিন কিং খান লেখেন, 'ধন্যবাদ সব্যসাচী এবং তোমার গোটা টিমকে যাঁরা মেট গালায় আমার অভিষেক ঘটালে। এটা আমার জায়গা নয়। কিন্তু তুমি আমায় এত কমফোর্টেবল করে দিয়েছিল... কারণ তুমি আমায় পছন্দ করো, বিশ্বাস করো স্টাইল এবং ফ্যাশন হল সেটাই যেখানে নিজের নিজস্বতাকে তুলে ধরা হয়। আর আপনারা সবাই আমাকে K এর মতোই অনুভব করিয়েছেন।'
মেট গালায় শাহরুখ
৫ মে নিউ ইয়র্কে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ। এদিন এই অনুষ্ঠানে এসেই শাহরুখ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমি শাহরুখ।' সঙ্গে দেন তাঁর সেই জনপ্রিয় হাসি। শাহরুখ খান আরও জানান তিনি মেট গালায় অংশ নিয়েছেন তাঁর সন্তানদের জন্য। কিং খানের কথায়, 'আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্য বুদ্ধি দিল তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না সেটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল তোমায় ওখানে দারুণ লাগবে।' তিনি এদিন আরও বলেন 'এটাই হয়তো আমার শেষ মেট গালা।'