'পাগল নাকি আমি তো করিনি বাওয়া (বাবা) কিছু, পাগল নাকি কে ফালতু যায় মাচুপিচু'...সোশ্যাল মিডিয়া খুললেই ইতিউতি কানে আসছে এই দু'কলি। গাইছেন শিল্পী দেবদীপ। ভাবছেন কী হচ্ছে? উত্তর সোজা 'খোলাম কুচি'। আর এই সব কিছুর জন্য দায়ী পরিচালক সৌরভ পালোধি আর ইন্ডিপেন্ডেন্ট কনটেন্ট প্রযোজনা সংস্থা 'উরিবাবা'।খুব শিগগির 'উরিবাবা'র ইউটিউব চ্যানেলে আসতে চলেছে পরিচালক সৌরভের নতুন ওয়েব সিরিজ 'খোলাম কুচি'। অভিনয়ে রয়েছেন এক্স=প্রেম খ্যাত অনিন্দ্য সেনগুপ্ত আর অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য। ক'দিন আগেই সামনে এসেছে 'খোলাম কুচি'র ট্রেলার যেখানে আভাস মিলেছে সহজ-সরল মিষ্টি একটা প্রেমের। কিন্তু তার থেকেও বেশি মন কেড়েছে 'খোলাম কুচি'র টাইটেল ট্র্যাক 'পাগল নাকি'। যার স্রষ্টা শিল্পী দেবদীপ মুখোপাধ্যায়। আপাতদৃষ্টিতে 'পাগল নাকি' গানটা শুনলে মনে হবে কিছু এলোমেলো কথা কেবল, কিন্তু মন দিয়ে শুনলে বোঝা যায় জীবনের অন্যতম সহজ সরল স্বাভাবিক অনুভূতির এক অনায়াস আরামদায়ক প্রকাশ 'পাগল নাকি'। দেবদীপ সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বেশ কয়েকবছর আগেই। তার প্রধান কারণ তাঁর ছকভাঙা গানের ধারা। নাহলে কেই বা লিখতে পারে 'তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা' ...বৃহস্পতিবার অর্থাৎ ৭ই জুলাই প্রকাশ পাচ্ছে 'পাগল নাকি'র পুরো ভিডিওটি। 'উরিবাবা'র ইউটিউব চ্যানেলের এখনও অবধি কোনও সাবস্ক্রিপশন ফি নেই, সুতরাং চাইলেই 'উরিবাবা'র ইউটিউব চ্যানেলে গিয়ে দর্শকরা শুনতে নিতে পারবেন দর্শকরা।