বাংলা নিউজ > বায়োস্কোপ > Nusrat Faria Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুসরত, বাড়ি ফিরে কোন কথা জানালেন অভিনেত্রী
পরবর্তী খবর
Nusrat Faria Health Update: হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুসরত, বাড়ি ফিরে কোন কথা জানালেন অভিনেত্রী
1 মিনিটে পড়ুন Updated: 12 Feb 2024, 10:16 AM ISTPriyanka Bose
Nusrat Faria Health Update: মারাত্মক দুর্বল হয়ে পড়েন নুসরাত ফারিয়া। পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এসে নুসরাতকে স্য়ালাইন দেওয়া হয়। বেশকিছু রক্ত পরীক্ষা করা হয়েছে তাঁর। হাসপাতাল থেকে ছাড়া পেতেই জানালেন নিজের স্বাস্থ্যের খবর জানালেন নুসরাত।
নুসরাত ফারিয়া
দুই বাংলার অতি প্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার আচমকা নিজের বাড়িতেই সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। তার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেত্রীকে। তবে একদিনের মাথায় তাঁকে হাসপতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
রাতভর চিকিৎসা চলে ‘বিবাহ অভিযান ২’ নায়িকার। আপতত সুস্থ আছেন নুসরাত। অভিনেত্রীর মা পারভিন আক্তার সে দেশের সংবাদমাধ্যমকে জানান, ‘বিগত কয়েক দিন কাজের চাপে খাওয়া-দাওয়ার অনিয়ম হচ্ছিল ফারিয়ার। গ্যাসট্রিকের সমস্যাও ছিল। বাড়িতে অচৈতন্য হয়ে যাওয়ার পর আমরা ওঁকে হাসপাতালে ভর্তি করাই।’ আরও পড়ুন: প্রয়াত দাদু ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির পিছনে সত্যিটা কী
নুসরাতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ার পাতায় নুসরত লেখেন, ‘এখন আমি ভালো আছি। আপনাদের সবার দোয়া ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’ জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায ভুগছিলেন নুসরাত। ঠিকমতো খাওয়া-দাওয়া করছিলেন না, সঙ্গে মাথার অসহ্য যন্ত্রণা। বৃহস্পতিবার মারাত্মক দুর্বল হয়ে পড়েন তিনি। পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে এসে নুসরাতকে স্য়ালাইন দেওয়া হয়। এরপরই স্বাভাবিক খাওয়াদাওয়া শুরু করেন তিনি। বেশকিছু রক্ত পরীক্ষা করা হয়েছে তাঁর। আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হতে চান? ‘ছবিটা দেখার পর..’, কঙ্গনার জবাব শুনলে চমকে উঠবেন