শ্রীদেবী এবং বনি কাপুর হিন্দি বলিপাড়ার অন্যতম প্রিয় দম্পতি ছিলেন। যদিও শ্রীদেবীর প্রেমে পড়ার সময় বনি বিবাহিত ছিলেন এবং তাঁর স্ত্রী ছিলেন মোনা সুরি কাপুর। ১৯৯৬ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন বনি ও শ্রীদেবী। এদিকে মোনার বিবাহিত জীবনে বনি কাপুরের দুই সন্তান অর্জুন কাপুর এবং অংশুলা কাপুর। অর্জুন বর্তমানে বলিপাড়ার পরিচিত নাম, যদিও অংশুলা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম-ই কথা বলেন। তবে সম্প্রতি তিনি সেই সময়ের কথা বলেছেন যখন তার বাবা শ্রীদেবীকে বিয়ে করেছিলেন।
নয়নদীপ রক্ষিতকে দেওয়া এক সাক্ষাৎকারে অংশুলা জানিয়েছেন, যখন বনি কাপুর ও তাঁর মা মোনা আলাদা হয়ে যান, তখন দেশে বিবাহবিচ্ছেদের ঘটনা সে অর্থে খুব বেশি ছিল না। একই সঙ্গে এই বিয়ের পর তাঁদের জীবনও অনেক বদলে যায়। শৈশবের দিনগুলোর কথা স্মরণ করে অংশুলা বলেন, 'আমি প্রথম শ্রেণিতে পড়তাম এবং সেই সময় অনেক পরিবার ছিল যাঁরা আমাদের পরিবারের কোনও অনুষ্ঠানে সঙ্গে যোগ দিতে চাইত না। তাঁরা চাননি যে তাঁদের বাচ্চারাও আমাদের বাড়িতে এসে এসব দেখুক বা কোনও ধরনের ঝগড়ার অংশ হোক।
নব্বইয়ের দশকে, আপনি স্কুল শেষে যদি কোনও শিশুর বাড়িতে যেতাম, তখন আমার মনে আছে আমার ক্লাসের বন্ধুরা আমার সঙ্গে কেমন আচরণ করত এবং তাঁদের পরিবার আমার সঙ্গে যেমন আচরণ করত, সেখানেও অনেক পরিবর্তন এসেছিল। স্কুলে থাকাটা আমার কাছে খুব আবেগময় এবং বিভ্রান্তিকর ছিল।'