বাংলা নিউজ > বায়োস্কোপ > Ankush-Oindrila: 'হতেই পারে যে...' ইনস্টাগ্রামে বোমা ফাটালেন অঙ্কুশ, চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
পরবর্তী খবর
Ankush-Oindrila: 'হতেই পারে যে...' ইনস্টাগ্রামে বোমা ফাটালেন অঙ্কুশ, চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
1 মিনিটে পড়ুন Updated: 18 Feb 2024, 02:04 PM ISTSubhasmita Kanji
Ankush-Oindrila: ঐন্দ্রিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অঙ্কুশের। বহুদিন ধরেই চলছে তাঁদের বিয়ে নিয়ে জল্পনা। এবার সেই বিষয়ে যেন বোমা ফাটালেন অভিনেতা!
অঙ্কুশ চুপিসারে বিয়ে করে ফেলেছেন ঐন্দ্রিলাকে?
দীর্ঘদিন ধরেই ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ হাজরা। তাঁদের মজা বা আদুরে ভিডিয়ো অনেক সময়ই নেটিজেনদের নজর কাড়ে। তাঁরা টলিউডের অন্যতম পাওয়ার কাপল। বহুদিন ধরেই তাঁদের বিয়ে নিয়েও জোর জল্পনা চলছে। কবে বিয়ে করবেন সেই হামেশাই প্রশ্ন শুনতে হয় তাঁদের। এবার সেই বিষয়ে কী বললেন তিনি?
অঙ্কুশ কী বললেন ঐন্দ্রিলাকে বিয়ে করা নিয়ে?
অঙ্কুশ হাজরা বর্তমানে তাঁর আগামী ছবি মির্জা বিয়ে তুমুল ব্যস্ত। এটি তাঁর প্রথম প্রযোজিত ছবি। সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। তার মধ্যেই সেটে গুরুতর আহত হয়ে পা ভাঙেন তিনি। হয়েছে সার্জারিও। আর তাই বর্তমানে তিনি বাড়ি বন্দি। আর্ভসেই সুযোগে তিনি ভক্তদের সঙ্গে প্রশ্ন উত্তর খেলায় মেতেছেন। এখানেই এদিন তাঁর এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, 'তুমি জি বাংলার স্টেজে বলেছিলে যে ঐন্দ্রিলা দিকে ২০২৩ সালেই বিয়ে করবে। সেই প্রমিজটার কী হল?'
এই প্রশ্নের উত্তরে এদিন অঙ্কুশ একটি ছোট ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে বলেন, 'এসব জিনিস যে সবসময় জানা যাবে তার কোনও মানে নেই। হতেই পারে যে হয়ে গিয়েছে। কেউ জানে না। এগুলো সব সময় ঢাক ঢোল পিটিয়ে করতে হবে সেটার কোনও মানে নেই।' আর তার এই উত্তর শুনেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে তবে কি সত্যি সত্যিই বিয়ে হয়ে গিয়েছে অঙ্কুশ ঐন্দ্রিলার যা কেউ জানে না?