২৫ ফেব্রুয়ারি সুকান্তর সঙ্গে বাগদান সারলেন অনন্যা গুহ। তাঁদের সকালের আশীর্বাদ লুক থেকে বিকেলের বাগদানের লুক সবই প্রকাশ্যে এসেছে। সকালে সাবেকি সাজে ধরা দিলেও, বিকেলে তাঁদের দুজনকে পশ্চিমী পোশাকে তাক লাগাতে দেখা যায়।
অনন্যা এবং সুকান্তর বাগদানের সন্ধ্যার লুক
অনন্যা গুহ তাঁর বাগদানের রাতে পরেছিলেন মেরুন রঙের একটি অফ শোল্ডার থাই স্লিট গাউন পরেছিলেন। চুল হালকা ওয়েভ করে খোলাই রেখেছিলেন। শিমারি, উজ্জ্বল মেকআপ করেছিলেন এই পোশাকের সঙ্গে। গলায় ছিল ডায়মন্ড নেকলেস, কানেও মানানসই দুল। অভিনেত্রীর হাতে ছিল ঘড়ি। স্টিলেটো পরে সাজ সম্পন্ন করেন। অন্যদিকে সুকান্ত কুন্ডু পরেছিলেন কালো শার্ট, স্যুট।
তাঁদের বাগদানের জায়গাটি এদিন ফুলে ফলে সাজানো হয়েছিল। তৈরি করা হয়েছিল ছবি তোলার আলাদা জায়গা। এদিন তাঁদের জুটি বেঁধে যেমন ফটোশ্যুট করতে দেখা যায় তেমনি সুকান্তর হাত ধরে জমিয়ে নাচতেও দেখা যায় অনন্যা গুহকে।
অনন্যা-সুকান্তর বাগদানের অনুষ্ঠানের মেনু
এক কথায় বলাই যায় অনন্যা সুকান্তর বাগদানের মেনু বেশ জমজমাট। একেবারে বাঙালিয়ানা ভরা এই মেনু। ভাত, মনোহরি ডাল, নারকেলের বড়া, বেগমতি ফুলকপি, ঠাকুরবাড়ির পোলাও, মুরগির রসগোল্লা থেকে শুরু করে নানা রকমের ভর্তা... কী নেই তাতে। এমনই শেষ পাতে মিষ্টি মুখের জন্য রয়েছে কমলালেবুর চাটনি ও হেমকণা পায়েস।
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
আরও পড়ুন: বক্স অফিসে দাপট দেখিয়েও শান্তি নেই! ১০০ কোটির মানহানির মামলার হুমকি ভিকির ছাবাকে! কেন?
অনন্যা-সুকান্তর আশীর্বাদের লুক
আশীর্বাদের সকালে লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে এদিন ঢুকতে যায় অনন্যাকে। সঙ্গে পরেছিলেন ম্যাচিং লাল ব্লাউজ। কনের সঙ্গে ম্যাচ করে লাল পঞ্জাবি এবং সাদা পায়জামা পরেছিলেন সুকান্ত। সুকান্ত এবং অনন্যার বাগদানে হাজির হয়েছেন তাঁদের কাছের বন্ধু সায়ক চক্রবর্তী। তবে তিনি একা নন। সঙ্গে আছেন তাঁর মাও। সুকান্ত কুন্ডু এবং অনন্যা গুহর বাগদানের সকালে আর কারা কারা এসেছেন, কে কেমন সেজেছেন সেটার একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। লেখেন, 'বিয়ে বাড়িতে আমরা।' সেখানেই দেখা মিলল হবু কনের দিদি অলকানন্দা গুহ, বন্ধু পল্লবী মুখোপাধ্যায়, নবনীতা সামন্তর।